এক অসভ্য প্রেমিকা : জ্যাকলিন কাব্য 


প্রকাশিত:
২৪ মে ২০২১ ২১:২৪

আপডেট:
১৯ জুন ২০২১ ১৮:৪১

 

একটা প্রেমিক চাইছি 
যাকে আমি সমুদ্র করব। 
অশান্ত ঢেউএ গা ভাসিয়ে
দিনরাত উত্তাল করব। 

আমি একটা প্রেমিক চাইছি 
যাকে রং তুলি করব
মস্ত সাদা ক্যানভাস হয়ে 
আপাদমস্তক রং ছড়াব

আমি একটা প্রেমিক চাইছি 
যাকে আমি আকাশ করব
শীতল জলের বাষ্প হয়ে
মেঘের ভাঁজে মিশে যাব।

আমি একটা প্রেমিক চাইছি 
যাকে  কবিতা করব
দোয়াত কালির কালো হয়ে
ছন্দে ছন্দে লেপ্টে যাব। 

একটা প্রেমিক চাইছি 
যাকে ভালবাসা করব
এক অসভ্য প্রেমিকা হয়ে
প্রেমে-প্রেমে তোলপাড় করব।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top