ঘোর : সারওয়ার জাহান শেলী
প্রকাশিত:
৮ জুন ২০২১ ১৮:০৩
আপডেট:
৮ জুন ২০২১ ১৯:০৯

স্নায়ু অবশ করা কড়কড়ে নতুন টাকার নোট ভাঁজহীন!
তার মোহনীয় দর্শন, মৃদু স্পর্শন, ধ্বনি আর মায়াময়
ঘ্রাণ-
বড় বেশী লোভনীয়, প্রান গুনতে গুনতে নেশাতুর;
বিভ্রম এনে দেয় বিহ্বল হৃদয়ের কোনে।
কী অদ্ভূত মিল!
নারী আর টাকা
টাকা আর নারী
ভুল করে, আবার গুনে, এলোমেলো হয়ে উঠে মন।
নতুন করে গনন শুরু করে আবার অবিকল- হায়!
এক
দুই
তিন- ভুল করে, ভুল করে,
গুনে, ভুল করে, গুনে, গুনে
আবার ভুল করে;
টাকা ছেড়ে নারীতে হারায়।
ঋজু দেহ
টাকার মালিক ডুবে যায় কামিনীর সুগন্ধি বনে!
নাভীমূল ছুঁয়ে আবার শুরু হয় যাত্রা নতুন পথে,
কিন্তু ও কী! মাথা ঝিম ঝিম করে,
কেমন যেন লাগে এক অচেনা ঘোরে!
কেউ কি জানতো না, কি ছিলো ওই নোটে?
বিষ?
বিষে নীল, নীলে মৃত্যু নীলাম্বরী; টাকা নয় নারী-
কবে, কবে যেন
বলেছিলেন সেরা এক জ্ঞানী, সেই বহুদিন আগে।
বিষয়: সারওয়ার জাহান শেলী
আপনার মূল্যবান মতামত দিন: