সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


প্রাণবিধুত : দেবাশীষ মুখোপাধ্যায়


প্রকাশিত:
১৯ জুন ২০২১ ১৮:১৬

আপডেট:
৬ মে ২০২৪ ১৬:৩৫

ছবিঃ দেবাশীষ মুখোপাধ্যায়

 

গোলকের উল্টোপিঠে যে আলো
তার ভরসা কোরো না
সবুজ খাওয়া হয়ে গেলে বরং
মাকড়সার জাল বোনো
সৌমনস্যতার জাল
হিংসার তরবারি নিপাত যাক
মাটি স্তনের জারনে হও পুণ্যতোয়া
সূর্য উঠলে আলোর আলপনা আঁকো রামধনুর রঙকেলি করে পরঞ্জয় হও
তোমার তৈরি বিপিনে উড়ে বেড়াক প্রজাপতিরা
শুভ্র রেণু বাতাসে মেঘের চলচ্চিত্র আঁকুক
চম্পু লিখুক সাহসী বাতাস
চিকুর থাক প্রাণের আবাহনে
চিত্রভানু এলিয়ে পড়লে
কালো শাড়িতে মুড়ে দাও প্রিয়ার শরীর
তারাদের সাজাও আবেশী অনুভবে
ফুল হয়ে ফুটে থাক বিভাজিকার স্বেদ
নাভি মূলে প্রোথিত করো
জন্ম জন্মান্তরের শাশ্বত ওঙ্কার
পায়ের নীচে বয়ে চলুক নহলি জলধারা
ধুয়ে দাও যত আছে ইতিহাসের কলুষ।

 

দেবাশীষ মুখোপাধ্যায়
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top