রুপান্তর : জ্যাকলিন কাব্য
প্রকাশিত:
১৯ জুন ২০২১ ১৮:২৯
আপডেট:
১৯ জুন ২০২১ ১৮:৩২
প্রকৃতি তোমায় দিয়েছে
এক পুরুষ নামের দেহ,
কিন্তু অন্তরে সুপ্ত আছে
নারী হবার মোহ।
পুরুষ নামের কঠিন তনু
ভেতরে কোমল নারী,
নারী-পুরুষ দুটোই নিয়ে
তুমি এক রুপান্তরকামী।
প্রকৃতি তোমায় কৃষ্ণ বানিয়ে
দিয়েছে ভেতরে রাধা,
সমাজ তবু আটকে নিয়ে
দিয়েছে নিয়ম এর বাঁধা।
পিতৃরূপে দেহ তোমার
কিন্তু আত্মার রূপ মা,
তোমার মাঝে পিতার দায়
আবার মায়েরও মমতা।
যেমন খুশি ইচ্ছে নিয়ে
যা খুশি তাই সাজো
তোমার জীবন, তোমার মন
নিজের মতো বাঁচো।
বিষয়: জ্যাকলিন কাব্য
আপনার মূল্যবান মতামত দিন: