সিদ্ধান্ত : বিপ্লব ঘোষ
 প্রকাশিত: 
 ১৯ জুন ২০২১ ২০:২৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:৪২
অনেক যত্ন করে শেষে
বোগেনভেলিয়া গাছটায় 
এখন বারোমাস লালে লাল
উঠোন ছড়িয়ে রাস্তায়।
দুটি মেয়ে নিয়ে সন্ধ্যায়
তাদের মা ডাল ভাঙে
দু-হাতে ওদের খুশি
দেখি আমি লুকিয়ে বারান্দায়।
ওদের আস্তানা এক পোড়ো বাড়ি 
দু বেলা খাবারের নিশ্চয়তা নেই
যাওয়া আসার পথে দেখি
ঘরে কাজ নেই,বুঝতে পারি।
আমার সাধের গাছটিকে
তিনজনে রক্তাক্ত করে
সিদ্ধান্ত নেবার সময় ভাবি
এত গরীব, এসব মনে পড়ে।
গাছটি কি আমায় ক্ষমা করে!
রাতে খুব মাথা ধরে।
বিপ্লব ঘোষ
পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: বিপ্লব ঘোষ

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: