সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


জীবনের কাছে মৃত্যুর জিজ্ঞাসা : সেলিনা পারভীন


প্রকাশিত:
৩ জুলাই ২০২১ ২০:১০

আপডেট:
৩ মে ২০২৪ ২০:১৫

 

জীবনের কাছে মৃত্যুর জিজ্ঞাসা
কেন মানুষ জীবনকে ভালোবাসে?
আর মৃত্যুকে সদা ভয় পায় 
তার দিকে ঘৃণা ভরে তাকায়?

জীবন বলে ....  যা কিছু চকচকে
বাইরেরটা রঙিন মোড়কে মোড়া,
যারা ভারি চতুর আর ছলনাময়ী
মানুষকে ভুলাতে তারা, সর্বদা পারদর্শী
জীবন হলো.... এমনি একজন,
সে ভুলাতে পারে অতি সহজে মানুষের মন
তাই তো সে, সবার কাছে সদা-সর্বদা
অতি আপন, ভালোবাসার একজন।

মৃত্যু হলো .... ধ্রুব সত্য, চিরনির্মল
অতি কঠিন তার পথ চলা
নেই কোন যে তার অভিনয় ছলাকলা,
রঙিন মোড়ক ছাড়াই সে 
আপন রূপে উদ্ভাসিত
হোক না, সেটা কুৎসিত বা কালো
মন ভোলানো তার, স্বভাবে যে নেই
সত্যটারে আঁকড়ে ধরে চিরদিন 
পথ চলতে সদা, সে যে চায়
যা কিছু মেকি আর নকল
মৃত্যুর কাছে নেই কোন তার কদর ।

মানুষ স্বপ্ন বিলাসী, সুন্দরের পূজারী
কুৎসিত ধ্রুব সত্যটাকে,  সে তাই 
কিছুতেই   মন থেকে মানতে না চায়
মেকি, নকল, সুন্দরে মোড়া দুই-দিনের
অলিক মরিচিকা জীবনকে, সে তাই
চিরদিনই.....
মৃত্যুর চেয়ে বেশি, ভালোবেসে যায়।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top