সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


কবিতা : শীতল চট্টোপাধ্যায়


প্রকাশিত:
৮ জুলাই ২০২১ ১৮:২১

আপডেট:
৬ অক্টোবর ২০২১ ২১:৩২


প্রতিরোধে পরাজিত জীবন হারানোর
চলমান শতাব্দীর কাছে -
মনুষ্যকুল গড়া জীবন পাড়
অতিমারী জোয়ারে প্রতিনিয়ত ধসে যেতে-যেতে
ফাঁকা, অনেকটাই ফাঁকা৷
কবিতা একা কেঁদেছে পরিত্যক্ত নিষ্প্রাণ দেহর
সংগী হয়ে৷
জীবনকে যখন মহামারীর টানাটানি,
ভালোবাসার প্রানটা যখন
ভ্যানে ছুটছে অক্সিজেনের মাইল স্টোনে পৌঁছুতে,
কবিতাই একান্তে দাঁড়িয়ে ফেলেছে চোখের জল৷
পৃথিবীর এই অজানা নির্মম পরিণতিতে
মানুষ যখন পরিযিয়ী হল,
অলক্ষ্যে কবিতার বুক ফেটেছে
ট্রলিব্যাগে ঝুলন্ত শিশুর
রোদ্দুর ছিঁড়ে পথ পেরিয়ে চলা দেখে৷
যে শিশু জানেনা কোথা থেকে কোথায় যাওয়া,
কেন যাওয়া ?
কেন আজও নেই তার বাসযোগ্যের নিশ্চিন্ত ঠিকানা৷
তবুও, সামনে কোথাও কবিতা মা-ই
কোল পেতে অপেক্ষারতা,
অসুস্থ পৃথিবীকে লুকিয়ে রেখে
পরিযায়ীতে ভাসমান জীবনের শিশুকে স্বপ্ন দেখাতে৷
দৈনন্দিনের প্রাত্যহিকী থেকে
বিচ্ছিন্ন হয়ে যাওয়া জীবনকে
প্রতিক্ষণে নতুন-নতুন আশার কথা শুনিয়ে চলছে কবিতা,
থমকানো গতির সাময়িকতায়
জীবনকে-জীবনের আশ্বাসে রাখছে কবিতা,
সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল
প্রভাতী ও নিশি কবিতায় যাপন করছে
মনের অস্তিত্ব৷

 

শীতল চট্টোপাধ্যায়
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top