আম্রপালি ও মানবধর্ম কথা : মহীতোষ গায়েন


প্রকাশিত:
৮ জুলাই ২০২১ ২০:১৫

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৫

 

আম্রপালি,দুঃসময়ে সব মাঝিরা সমঝে চলে
সব দাতারাই ভাবতে থাকে আসল নকল...
আম্রপালি,যায় না বোঝা মন মহিমা অসময়ে
কেউ কি বোঝে লড়াই করার কত ধকল।

মনের এবং মুখের কথা তাল মিলিয়ে ক'জন চলে
ক'জন আছে এই সমাজে নিম্নবর্গে সসম্মানে?
আম্রপালি,উদার এবং সহিষ্ণু সে ধর্মগুরুর আদর্শ
ছড়িয়ে দেওয়ার প্রবণতা বজায় আছে মনেপ্রাণে?

দিন চলে যায় রাত আসে,সুখ চলে যায় দুঃখ আসে,
তবুও দেখ সূর্য ডোবে চাঁদ ওঠে এই নীলিমায়,
ফুলের গাছে ফুল ফুটে যায়,নদীর বুকে স্রোতের ধারা
সময় এখন বহ্নিশিখা,হাসি কান্নায় দিন কেটে যায়।

সব ভুলে যাও আম্রপালি,নতুন ভাবে বাঁচতে শেখো
মায়ার খেলা ছিন্ন হলে নতুন লড়াই জারি রাখো,
মনের অসুখ,সুখের অসুখ সব সারিয়ে যুদ্ধ-জীবন ও
মহাকালের চিত্রপটে মুক্তিপথের স্বপ্ন আঁক।

 

ড. মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top