ভিজে মরুভূমি : ড. গৌতম সরকার
প্রকাশিত:
১০ জুলাই ২০২১ ২০:২৮
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:৩১
মিষ্টি মেয়ে সকালবেলা
সবুজ ধানের শীষে,
আলতা পড়া আলতো পায়ে
পেরিয়ে যায় বিশ-বাইশের
ভাঙা সায়র, শুকিয়ে যাওয়া নদী।
আজকে হঠাৎ জোয়ার এসে
ভাসিয়ে দেয় উজান পাথার....
কোন সে পথিক কোন দিগরে
গভীর টানে গভীর প্রেমে
বাসতে থাকে গড়তে থাকে
লাজলাজুকের ....লজ্জাবতী ,
মিষ্টি মেয়ের ......স্বপ্নপ্রাসাদ৷
তারপরে সে মিষ্টি মেয়ে
হঠাৎ দেখে মেঘের ভিতর
বৃষ্টি ফোঁটা ভেজায় তারে
……………অনেক ভেজায়
…….নারীর মতন
প্রেমের মরুদ্যানে৷
গৌতম সরকার
অ্যাসোসিয়েট প্রফেসর, যোগমায়া দেবী কলেজ, কলকাতা
বিষয়: গৌতম সরকার
আপনার মূল্যবান মতামত দিন: