তুমি জেগেছিলে বলে : সাজিব চৌধুরী
প্রকাশিত:
৭ আগস্ট ২০২১ ২০:০৪
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:৫৭

সাত-ই মার্চ, মুক্তির শপথমঞ্চে,
তুমি হেঁটে যাও জনসমক্ষে সোহরাওয়ার্দি উদ্যান।
তোমার উচ্চারিত জয়বাংলা ধ্বনিতে
আগুন ঝরে বসন্তের হাওয়ায়।
স্ট্যানগান, রাইফেল কথা বলে মুখোমুখি হয়ে।
জেগে ওঠে বাংলার পথঘাট, জনপদপ্রান্তর।
একটি আঙ্গুল ইশারায় মুক্তির অদম্য চেতনায়
যজ্ঞে আত্মাহুতি দেয় নিযুত প্রেমিক।
রক্তের প্লাবনে জেগে ওঠে একটি বদ্বীপ,
স্লোগানে ধ্বনিত একটি অখণ্ড দেশ,
নাম তার বলে যাও বাংলাদেশ।
যেদিন ফিরে আসো পদ্মার কোলে,
বীরমাতাদের সকরুণ ডাকে
জনতার সাথে জেগে ওঠে শহীদের আত্মা।
*তুমি ঘুরে দেখো স্বাধীন বাংলায়,
রাজপথে কথা বলো শহীদের সাথে।
তুমি শুধু সৈনিক নও, তুমি ছিলে কাণ্ডারি,
অফুরন্ত শক্তির ভাণ্ডার।
তুমি ছিলে প্রত্যয়, সাহস, মুক্তির ভৈরবী রাগ,
স্বাধীনতার বজ্র নিনাদ।
তুমি জেগেছিলে বলে জেগেছিল পুবের আকাশ,
জেগে ওঠে সবুজের দল।
সেই থেকে সমার্থক স্বাধীনতা আর শেখ মুজিবুর।
তুমি হও বঙ্গবন্ধু, ইতিহাস হয়ে যায় একাত্তর।
তুমি শুয়ে আছো বাংলার ছায়ায়,
তাই এখনও স্বপ্নে বিভোর আমি ও আমরা,
গ্রামবাংলার মৃত্তিকা-জলবায়ু।
তোমাকে জাগতে হবে উত্তরীয় চেতনায়,
তবেই ফিরে পাবে বাংলা স্বপ্ন হাজার।
তোমার গাঢ়তম রক্তপ্রবাহে বসন্ত ধূসর,
বাঙালি হারায় মনের সৌরভ, ঐশ্বর্য, গৌরব।
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: