সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


কথা ছিল : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১২:৩১

 

কথা ছিল দূর্গা চলে যাবে সহসা
কাশবন, ট্রেনের হুইসেল, আমের আচার
সবটা পেছনে ফেলে
অনন্ত অম্বরে উড়ে যাবে আচমকা।
একজোড়া বিস্ময় দৃষ্টি মেলে
অপু তাকাবে উর্ধ্বপানে।
হাত বাড়াবে, সজল চোখে তাকাবে
মিনতি ভরা কণ্ঠে ডাকবে- দিদি ফিরে আয়।
অথচ দূর্গার শক্ত করে ধরে থাকা হাত ছাড়িয়ে
আঁচলের ফাঁক দিয়ে ফুড়ুৎ করে উড়ে গেল অপু।
আজন্মের চোখের জল,
বুকের অব্যক্ত হাহাকার,
শূন্যতায় ভরা একটা পৃথিবী নিয়ে
দূর্গার কাটে, না ফুরানো সময়।
জানা ছিল না কখনো--
চোখ ধারণ করে এতোটা জল
হৃদয় বহন করে সীমাহীন শূন্যতা।
হায়! আমি কি জানতাম-
ভাই হারানোর বেদনা কতোটা যন্ত্রণাময়!

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top