প্রভাত ফেরী : শীতল চট্টোপাধ্যায়


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ২১:৩০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

ছবিঃ শীতল চট্টোপাধ্যায়

 

আকাশের এ পিঠের ফুটে থাকা কাব্য কথা
ও পিঠ জানেনা ৷
বলা-চলার সংখ্যাতীত ছবিতে-
কখনো দৃষ্টি মেলে দেখা আবার কখনো
দেখতে না পাওয়ার জন্য লুকিয়ে পড়া,
রোদ জোড়া আলোপথ পেরিয়ে হাঁটে জীবন পথ,
মাঝে-মাঝে শীতল ছায়ার শান্ত প্রলেপ মাখানো
গাছতলার ঝরা পাতা,
শস্য সাজানো মাঠ,
সমতলের পল্লীতে জ্বলে সন্ধ্যা প্রদীপ,
ধর্মপতাকা ওড়ে পাহাড়ের ঢালে,
ঋতুজ কাশের হিল্লোল, টিউলিপ কল্লোল,
মানব জীবনে নিয়ত জীবন দোলানোর
পুজো-পার্বণ, উৎসব-পরবের
মাস, কাল, তিথি, দিনের ফেরী নিয়ে আসার -
প্রভাত ফেরী ৷

 

শীতল চট্টোপাধ্যায়
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top