কথা ছিল : সাজিব চৌধুরী
প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২১ ০০:৪৩
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:৫০

"পরস্পর খুলে দেখব প্রেমের শহর"
এমনই তো কথা ছিল।
কথা ছিল ঘুরে দেখব সমস্ত কারুতা,
ঘুরে ঘুরে এঁকে দেবো হাতের নখর।
শহরের মাঝে ছিল নদী ও পাহাড়,
নদীর রহস্য ছিল, ছিল নিপুণ প্রবাহ।
শুনবো বলে কথা ছিল নদীটির মিষ্টি কলতান,
শুনা হলো না, জানা হলো না।
কথা ছিল বৃষ্টি হবে,
পাহাড়ের ঢল এসে ভরে যাবে নদীতট,
হবে জলে থৈথৈ।
জল ছিল মেঘে-মেঘে,
উড়ে গেলে অন্যকোনো দেশে,
খা-খা করে প্রেমের শহর।
কথা ছিল হয়ে যাবো দুরন্ত আকাশ,
শীত এলে রোদ হবো, জোট বেঁধে এক হবো,
ঝড় এলে হয়ে যাবো অনূর্ধ্ব উনিশ।
এখন আমার কেটে গেল চল্লিশ বসন্ত।
দেখা হয়নি এখনও শহরের কোন প্রান্ত,
দেখা হয়নি এখনও উন্নত নগর,
কিন্তু কথা ছিল পরস্পর খুলে দেখব সমস্ত শহর।
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: