সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


বিজয়ের মাস : শাহান আরা জাকির পারুল


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২১ ০৬:৪৪

আপডেট:
২ মে ২০২৪ ১৬:৩৪

 

আগুন জ্বলে তার চোখে মুখে
আগুন জ্বলে নির্লিপ্ত বুকে۔۔۔
গুমরে ওঠে বুকের মধ্যে মনের ভাঁজে যুদ্ধ করা স্টেনগান,
স্নায়ুর মধ্যে আছড়ে পড়ে, না বলা সব মান অভিমান !
যুদ্ধ যেন হয়নি শেষ,
হত্যাকারীর ছদ্মবেশ
বারুদের গন্ধ আছে বাতাসে,
ভাইরাস কৈশোর ইথারে ভাসে
কাঁদে বধ্যভূমি কাঁদে শহীদ জননী,
ফিরে দেখে এক বিমূর্ত রজনী
পিছমোড়া আর আধখোলা চোখে,
চেয়েছিলো খোকা তার নির্লিপ্ত আলোকে
আহা সে মাসটি ছিল যে বিজয়েরই মাস,
কারো বা বুকের ক্ষত, ভয়াল সর্বনাশ ۔۔۔۔۔!
ধানের শীষে, সবুজ ঘাসে শিশির জমে,
শিউলি ফোটে এই মাসে ۔۔
নীল আকাশে আবির ছড়ায়
বিজয়ের নানা উল্লাসে!
দিক বিদিকে ছড়িয়ে পড়ে বিজয়ের কত উৎসবে ۔۔۔
বিজয় আলো যায় ছড়িয়ে
দেশ গড়ার আশাতে;
পল্লী বধূর নোলক দোলে বিজয়েরই আনন্দে
বিজয়ের ছবি এঁকে যায় শিশু রঙ বেরঙের তুলিতে !
বাউল কবি বিজয় দেখে গানে গানে তার সুরেতে ۔۔۔
বিজয় ঘুড়ি উড়তে থাকে সারা দেশ জুড়ে আকাশে
আহা বিজয় আসে বারে বারে এই ডিসেম্বর মাসেতে !

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top