ভুলে গেছি সেই কবেই : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ০৩:৩৪
আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২০

বিশ্বাস করুন-
প্রশ্ন করতে ভুলে গেছি বহুকাল।
মিছিল, শ্লোগান, রুদ্ররোষে ফুঁসে ওঠা
সে তো কবেই ভুলেছি।
আমার স্বপ্ন, শ্রম, ঘামে
আমার বুকের উত্তাপে
আমার ভালোবাসা, উষ্ণতায়
একটু একটু করে বেড়ে ওঠা সন্তান আমার,
আপনাদের সুরক্ষায় ভুলে যায়
বাবার বিনিদ্র রজনী
মায়ের উৎকণ্ঠার রাত
ভাই- বোনের অপেক্ষার প্রহর।
আমার মানব সন্তানটিকে
হিংস্র জানোয়ারে বদলে দেয় বিদ্যাপীঠ।
পাঠাগার, কমনরুম অথবা খেলার মাঠ নয়
রঙতুলি, কলম অথবা হারমোনিয়াম নয়,
সর্বোচ্চ বিদ্যাপীঠ আমার সন্তানকে দেয়
টর্চার সেল, মদ, হকিস্টিক আর হিংস্রতা।
আপনাদের সন্তানের সুরক্ষায
আমার সন্তানের রূপান্তর ঘটে পিশাচে।
ভাইয়ের রক্ত পানে মেতে ওঠে
পৈশাচিক, হিংস্র উল্লাসে।
বিশ্বাস করুন-
ভুলে গেছি অভিশাপের ভাষা
ভুলে গেছি প্রার্থনার কথা
ভুলে গেছি সন্তানের বড় হবার গল্প।
সবটা ভুলে তাকাই উর্ধ্বপানে-
মৃত্যুর আগে একবার অন্তত মানুষ হোক
একবার লজ্জিত হোক মানবজন্ম হারাবার জন্য।
একবারের জন্য জল আসুক ঐ দানবীয় নয়নে
একবার আমার সন্তানটি ফিরে পাক হৃদয়ে প্রেম।
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: