সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


বসন্তোৎসব : শাহান আরা জাকির


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৩:০২

আপডেট:
২ মে ২০২৪ ২১:০২

 

গাছে গাছে পাতা যদি নাই ঝরে যায়,বসন্ত আসবে কি করে ۔۔
কোকিলের কুহু যদি নাই শোনা যায়,কি দিয়ে বসন্ত দেবে মন ভরে!
বাসন্তী রঙ মেখে ধরিত্রী জেগে যদি নাইবা ওঠে ۔۔۔
রাখালিয়া বাঁশিটি কে বাজাবে নিধুয়া তটিনী তটে!
ধূলিঝড়ের উম্মাদনার স্পর্শখানি যে চাওয়া,
ফাগুনের বাউল বাতাসে হটাৎ মেঘের হাওয়া ۔۔۔
দুহাতে জড়ানো রিনঝিন রিনঝিন চুড়ি যে বাজে
বসন্ত নেচে বেড়ায় আমার সকল কাজে!
হাতে হাত রেখে তার যাব হেটে হেটে,
পলাশের রঙ মেখে দিন যাবে কেটে ۔۔۔
প্রকৃতিও খেলা করে আগুনের রঙ নিয়ে,
বসন্ত বাতাস বয়
শিমুলের ঘ্রান দিয়ে ۔۔۔۔
পূর্ণিমার মধুরাতে দোলযাত্রায় যাবো মিশে ,
আহা বসন্তোৎসব নাই থাকে যদি ۔۔۔۔পূর্ণতা পাবে আর কিসে!

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top