সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


নারী : সেলিনা পারভীন


প্রকাশিত:
৮ মার্চ ২০২২ ২২:৫৭

আপডেট:
৩ মে ২০২৪ ১০:২০

 

নারী কি শুধুই নারী? মানুষ কি সে নয়?
নেই কোন কি তার, নিজস্ব আলাদা কোন সত্ত্বা?
এই সমাজের মানুষেরা মন থেকে
একবারও ভাবে কি সেটা?

সমাজে, পরিবারে কখনো হলে, কোন অনাসৃষ্টি
ধরেই নেয় সবাই, নিশ্চয় এখানে নারীই দোষী
কিভাবে নারী চলবে, কিভাবে সে, কথা বলবে
সেটাও কি নারীর? অন্যেরা ঠিক করবে?

নারীর কি থাকতে পারে না, নিজস্ব কোন ইচ্ছা?
সমাজ আর পরিবারের লোকেরা, যখন যা চাইবে
প্রতিটা সময় নারী কেন সেভাবেই চলবে?
অপরের পছন্দের কথা, কেন নারী শুধুই বলবে?

নারীরও থাকতে পারে আলাদা কোন ভালোলাগা
ইচ্ছা হলে পরতে পারে সে, মনমত তার কোন পোষাক
নারীর নিজস্ব ভালোলাগায় অন্যের ক্ষতি যেখানে নেই
কেন তবে নারীর ভালোলাগায় অন্যের এত মাথাব্যাথা?
নারী কি করলো, কি পরলো, কি দরকার এতসব ভাবা?

নারীর নেই কি সমাজে নিজস্ব কোন অধিকার?
আজব আমাদের এ সমাজ, এখানে ধর্ষিতা নারীর
সমবেদনার বদলে, মেলে মানুষের অজস্র সব ধিক্কার
পরেছিল কেন সে, এমন বেহুদা পোশাক-আশাক
রাতের বেলা একা কেন? হয়েছিল সে বাহির কাজে?
ধর্ষককে, দোষ না দিয়ে এসব প্রশ্ন কেবল সকলে
নারীকেই শুধু করে, এই সমাজের সব লোকে।

নারীকে কবে ভাববো আমরা, সেও একজন মানুষ
নারীরও আছে নিজস্ব সত্ত্বা আর কিছু ভালোলাগা
মানুষ হিসাবে সমাজে, আছে তারও কিছু চাওয়া-পাওয়া
নারী থাকবে শুধু ঘরে, এমন মনোভাবটা ছাড়তে হবে
সম্মানের সাথে নিশ্চিন্তে, ঘরে-বাইরে নারীর হোক
অবাধ চলা-ফেরা এটাই নারীর একমাত্র চাওয়া।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top