সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


আমার কোন শেষ নেই : সাজিব চৌধুরী


প্রকাশিত:
২৫ মে ২০২২ ২০:২০

আপডেট:
২৬ মে ২০২২ ০০:৪৩

ছবিঃ সাজিব চৌধুরী

 

জীবন ছুটতে চায়, ছুটে যাক।
কতটুকুই বা ছুটবে?
মৃত্তিকায় মিশে যাবে নতুন মিথস্ক্রিয়ায়।
এই মন কতটুকুই বা শৃঙ্খল মানবে?
হয়তো আবেগের আবহ,
নয়তো চেতনার দুর্গ পর্যন্ত।
মিথ্যার মোহ কতদিন লালিত হবে?
হয়তো জ্ঞানের উন্মুক্ত সীমানা,
নয়তো দেহস্থ শেষ নিঃশ্বাস পর্যন্ত।
রাত কতক্ষণ স্থায়ী হতে পারে?
হয়তো গভীর আঁধারের সিঁড়ি,
নয়তো উদ্ভাসিত সূর্যের বিকশিত আলো পর্যন্ত।
শেষটা কখন হয়ে যাবে শেষ ?
হয়তো শক্তির নিয়ামক চক্রে,
নয়তো মনের অপান্থেয় কল্পনায়।
আমি পরম শক্তির বিচ্ছুরিত কণা,
আমার দহন আছে, শেষ নেই।
আছে শুধু নিত্য রুপান্তর।
আমি ফিরে আসি এই পৃথিবীতে
নতুন তিথিতে বিচিত্র শক্তিতে নানান রূপেতে।
আমি বারবার আসি জন্মজন্মান্তরে।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top