সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


খুশিতো এমনই : শাহান আরা জাকির পারুল


প্রকাশিত:
১৩ জুলাই ২০২২ ০২:২০

আপডেট:
২ মে ২০২৪ ১৪:১০


খুশিরা আমার আকাশে ওড়ে
দিবস ও রাতে শিশিরের ভোরে
কারনে অকারনে কখনোবা খামখেয়ালে
এলোমেলো আঁকা পুচকে হাতের রঙমাখা কোন দেয়ালে.....

কখনো আমার খুশির দোলা
লেগে হয় কারো প্রান খোলা
দুঃখিনী মেয়েটা চমকে ওঠে
খুশিতে তার আধোবোল ফোটে!

যেতে যেতে পথে প্রতিদিন কত
অসহায় চোখে পড়ে অবিরত
তোমার ঘরের সিমানা দিয়ে
ভিক্ষুক হাঁটে ঝুলি হাতে নিয়ে!

পুরনো জামাটি যদি দাও খুলে
খুশির চমকে পরান ওঠে দুলে
উপচে ওঠে খুশির জোয়ার নেচে ওঠে কাশবন
কখনো হাওয়ায় লুটিয়ে পড়ে সারি সারি বাঁশবন!

এতো যে খুশি চারদিকে ঝরে
সাগরের ঢেউ এসে তোলপাড় করে
এমন খুশির জোয়ারে কি আর কান্নারা ঘিরে থাকে
খুশিতো এমনই আকাশে বাতাসে মেঘের ফাঁকে ফাঁকে !

ঈদের খুশিও এমনই খুশি হতে পারে কটিমনে
দরাজ দিলটি উল্টে পাল্টে দেখি যদি ক্ষনে ক্ষনে
কোর্মা-পোলাও,শিরনি-পায়েশ
আর রেজালা ভর্তি কড়াই
মিছেমিছি সব নাই খুশি এতে
মিছেই শুধু বড়াই۔۔

দিন দুখীরে পেটপুরে যদি একবেলা দাও খেতে
ঈদের খুশিতে চোখমুখ তার খুশিতে উঠবে মেতে
খুশিতো এমনই চারপাশ ঘিরে নদী ঢেউ জল নিয়ে
ঈদ নয় শুধু খুশি ওঠে নেচে মনের মাধুরি দিয়ে!

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top