অভয় : রেজাউদ্দিন স্টালিন
প্রকাশিত:
২ আগস্ট ২০২২ ০০:০২
আপডেট:
৩ আগস্ট ২০২২ ০০:৪৫

ভেবো না প্রিয়তমা,
তোমাকে কেউ আকাশ দিলে-
সূর্য দেবো আমি।
বৃষ্টি দিলে বৃক্ষ দেবো,
হীরের চেয়ে দামি।
নদী দিলে নৌকা দেবো
সবচে দ্রুতগামী।
ভেবো না প্রিয়তমা,
ঝাড়বাতি কেউ জ্বালিয়ে দিলে,
তারার আলোয় ভরিয়ে দেবো পথ।
নোলক দিলে বানিয়ে দেবো
রঙধনুর ঐ নথ।
কেউ যদি দেয় মল,
আমি দেবো স্রোতের ছলাৎছল।
সোনায় বাধা গ্রন্থ দিলে-
প্রতিশ্রুতি ঠাসা,
আমি দেবো বর্ণমালা
আমার মাতৃভাষা।
কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি,
আমিতো দেবো মাত্র দশহাত লজ্জা ঢাকা শাড়ি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: