জিজ্ঞাসার চিতা : রেজাউদ্দিন স্টালিন
প্রকাশিত:
১১ আগস্ট ২০২২ ০২:০৯
আপডেট:
১১ আগস্ট ২০২২ ০২:১৩

আমি কে
আমার সূচনা সত্যিই কি এ্যামিবা
কখনো মনে হয়
আমি গাছের পাতা আর বন্যপশুর
দাঁত থেকে বেরিয়ে এসেছি
ঋতুচক্রের ইতিহাসে
বারবার বদল হয়েছে ঠিকানা
পাথরের ধারালো রক্ত দিয়ে
ধোয়া আমার মুখ
আমি মানবেতিহাসের মহান শিক্ষকদের কাছে ফিরে যাই
তারা দেখিয়ে দেন মায়ের স্তন
আমি নাকি এখনো শিশু
ঘুমিয়ে আছি
জেগে উঠার মন্ত্র জানি না
যজ্ঞের কাড়ানাকাড়ার শব্দে
যতবার জেগে উঠি
দেখি আমার হাত-পা সময়ের
শেকলে বাধা
আমি শুয়ে আছি এক
অনন্ত জিজ্ঞাসার চিতায়
বিষয়: রেজাউদ্দিন স্টালিন
আপনার মূল্যবান মতামত দিন: