সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ঘুরে ঘুরে এইদিন আসবে যতবার : শাহান আরা জাকির পারুল


প্রকাশিত:
১১ আগস্ট ২০২২ ০২:১৭

আপডেট:
২ মে ২০২৪ ১৭:০৬

 

ঘুরে ঘুরে এই দিন আসবে যতবার
আমাদের চোখে জল আসবেই ততবার
নদীতীরে বয়ে যাবে শন শন সুবাতাস
তারাদের মেলা হবে উতলা নীলাকাশ
বট তলে মেলা হবে রাখালিয়া গাবে গান
সুরে সুরে মূর্ছনায় তারই সব অবদান
এই দেশ ফল ফুল সুন্দরের মহিমা
হাসি খুশি আনন্দ রাশি রাশি গরিমা
পতাকায় সূর্য গনগনে আগুনের
রঙ ঝরে আনন্দে রেশ মাখা ফাগুনের
ভোলা তো যাবেনা তারে ঘুরে ঘুরে আসবেই
বুকভরা উচ্ছাসে প্রকৃতি
হাসবেই
গল্পে কবিতায় গানে গানে অবিরাম
কথা বলে সারাক্ষন একটি মধুর নাম
বারে বারে আসবেই শোক গাথা এই দিন
উজ্জ্বল হবে তত হবেনা কভু মলিন
পাখি ডাকা সকালে ভোর হবে যতদিন
মুছবেনা সেই নাম ভুলবোনা ততদিন
মাঝিভাই পাল তুলে নদীতে গাবে গান
সেখানেও আছে শেখ মুজিবুর রহমান......

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top