সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


নিষিদ্ধ প্রেম : শাহান আরা জাকির পারুল


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৯

আপডেট:
২ মে ২০২৪ ০৯:২৩

 

কথা ছিল গভীর জোৎস্না রাতে লুকিয়ে আসবে তুমি
কালী মন্দিরের পাশে! অশোক গাছের নিচে
পাশের কৃত্তনখোলা নদীটির তীর ধরে দুজনে হেঁটে যাবো হাতে হাত রেখে!
তুমি আসো নাই۔۔۔
ঐ পথে গেলে অপেক্ষায় থাকি আজো
জোৎস্নার আলো দেখে চমকে উঠি
সেই থেকে ঘুম আসেনা আমার ....
জেগে থাকি সারা রাত!
একাধিক প্রেম নিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছো বেশ!
আমার গোপন কুঠুরিতে হাতুড়ি পিটিয়ে গ্রাস করেছিলে লালসার ঘর ....
অঙ্গে লেপে দিলে অদৃশ্য কলঙ্কের ছাপ!
তোমারই রক্তের গন্ধ মেখে আছে আমার দেহে অঙ্কুরিত
এক পবিত্র খোলসে ....
ঘৃণ্য লালসার করুন আর্তনাদ চলে আমার সর্বাঙ্গে!
পাশে থাকা অতি কাছের মানুষটিও আলতো পরশ দেয় শরীরে আমার,
ঠোঁটে ঠোঁট রাখে সে ও!
সংকোচে অবিচল দ্বিধান্বিত...
জানিনা তারো কেউ ছিল কিনা?
আমারই মতো কোন
নিষিদ্ধ গোপন প্রেম .....

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top