পরাজিত শিক্ষক : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২২ ০১:০২
আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৩

আমি শিখিয়েছিলাম, বেগম রোকেয়া, ঝাঁসির রানী, সুলতানা রাজিয়ার কথা।
তুমি শিখলে অপু বিশ্বাস, মিথিলা আর বুবলির ভাইরাল হবার কাহিনী।
আমি আধুনিক নারীর কথা বলতে গিয়ে রাবেয়া বসরীর গল্প বললাম তোমায়,
তুমি আধুনিক নারী খুঁজে পেলে সিগারেট, গাঁজা নেশায় আসক্ত নারীর মাঝে।
আমি মানব সভ্যতার বিকাশে পোশাকের অবদান, বিবর্তন বুঝাই ধাপে ধাপে।
তুমি ওড়না ছুঁড়ে ফেলে, ছোট পোশাকের নগ্নতায় খুঁজে নিলে আধুনিকতা।
আমি ত্যাগের মন্ত্র শিখাতে গিয়ে মহামানবদের চিত্র তুলে ধরি,
তুমি ভোগের সমুদ্রে ডুবে সেলিব্রিটিদের জীবনকে অনুকরণে মেতে ওঠো।
আমি আমার শিক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকি,
ব্যর্থতার সবটা দায় মাথায় নিয়ে
পরাজয়ের তিলক ললাটে এঁকে
একা একজন পরাজিত শিক্ষক।
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: