সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


যে সুর কেটে গেছে : শাহানারা পারভীন শিখা


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৪০

আপডেট:
৮ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৪২

 

একটা গান জমা রেখেছিলাম তোর কাছে
সেই কতোদিন আগে,তোর ম্যাসেন্জারে।
ছোটটো করে লিখেছিলি, 'খুব ভালো গেয়েছিস।'
খুশিতে ভেসেছি তখন।
আজ বহুদিন বাদে সেটা খুঁজতেই
তোর ম্যাসেন্জারে যাওয়া।
স্মৃতির বেড়ায় খুব যত্নে এখনো বাঁধা আছে
তোর আমার হাজারো কথা।
এ যেন ভালোবাসার চাদরে জড়ানো দুজনের জীবন গাঁথা।

হঠাং ঝড়ে থেমে গেলি তুই,
থেমে গেল আমাদের ভালোবাসার কথারা।
তাই পেছনের কথায় চলছিল আমার বিচরণ।
হঠাৎ কি জানি কি হল!
নিজের অজান্তে হাত লেগে,
তোর কাছে কল চলে গেল।
চমকে উঠি!
রিং হচ্ছে।

কলটা কাটতে ইচ্ছে হয় না।
বাজুক নাহয় কিছুটা সময় ধরে।
জানি, তুই আর কখনোই বলবিনা,
"কেমন আছিস বন্ধু?
তুই কি শুনছিস আমাকে?"

এলোমেলো হাতে ফিরি তোর ম্যাসেন্জার থেকে।
অনেক দূরে চলে যাওয়া তোর নামটা
এখন আমার ম্যাসেন্জারের
একদম শুরুতে।

এ যেন, পুরনোকে নতুন করে ফিরে পাওয়া।
খুব করে চাইছি, আজ কেউ আমাকে খুঁজবে না।
শুধু তুই আর আমি আর,থাকুক আমাদের
স্মৃতিময় ভুলে না যাওয়া হাজারো গল্পকথারা।

 

শাহানারা পারভীন শিখা
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top