সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


উপলদ্ধে মিলে বস্তু, অন্ধে বহুদূর : জ্যাকলিন কাব্য


প্রকাশিত:
২৮ মার্চ ২০২৩ ১৯:২১

আপডেট:
৫ মে ২০২৪ ০৫:২০

 

শুকনো থালা, শুকনো হাতে
জীর্ণ হয়েছে গাও,
ওহে স্রষ্টা, পারলে তাদের
রোযার সওয়াব দাও!

ক্ষুধার জ্বালা পেটের চেয়ে
মনে ধরে যখন,
এই-না রোযা, এই-না সিয়াম
কবুল হল তখন।

উপোস, রোযা যাই বলো
ওই স্রষ্টা চায়,
অনাহারের পেটের জ্বালা
মনেও যেন হয়।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top