সিডনী বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


এ সবই ভূমিকা : রোজীনা পারভীন বনানী


প্রকাশিত:
১১ মে ২০২৩ ২১:৫৮

আপডেট:
৯ আগস্ট ২০২৩ ২১:৪৮

 

এ যেন দুপুর নয়,তারও চেয়ে বেশি কোন কিছু—
হঠাৎ কপাট খুলে ঢুকে পড়ে দশমীর চাঁদ
বৈশাখী আগুন হাওয়ায় জলপ্রপাত
মৃদুস্বরে গেয়ে ওঠে গান
বিছানায় ফুল সমেত ফুলের বাগান,
তোমার মুগ্ধ শরীর, স্বেদবিন্দু ঘাম
কিছু অনুচ্চারিত শব্দ দুপুর নাড়িয়ে
গড়িয়ে গড়িয়ে গড়িয়ে.....

বাইরে গুরুগম্ভীর মেঘের গর্জন অকস্মাৎ
গাছে-গাছে বাতাসের তীব্র শনশন
আকাশে কালোমেঘের গুঞ্জন
প্রকৃতিতে হুলুস্থুলু, তোড়জোড়....
এ সবই ভূমিকা বৃষ্টি নামার,
ঘরে—বাইরে--


রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ,বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top