এই নষ্ট চিত্ত: সাদিয়া চৌধুরী পরাগ
প্রকাশিত:
৪ এপ্রিল ২০১৯ ১০:৩৯
আপডেট:
১৫ এপ্রিল ২০২০ ০০:০৫

আমায় একটু আলো দাও
যে প্রভার স্নিগ্ধতায়
খৃষ্টের ছোঁয়ার মতন
অন্ধজন দৃষ্টি খুঁজে পায়।
আমার এ দু’চোখ এখন
রক্ত পুঁজে গলিত
চন্দ্র সূর্যের বিভা বঞ্চিত
মায়ের পবিত্র মুখ দেখে না কখনো।
জ্ঞানপাপীদের কৌশলিক বিবরে পড়ে
সকল শুদ্ধি লংঘিত প্রান, নরকের স্যাত স্যাতে
আবর্জনায় পতিত এবং লজ্জা –
অপমানের আঘাতে জর্জরিত।
এই নষ্ট চিত্ত, যন্ত্রনায় পুড়ে পুড়ে চিৎকার করে
আর মুক্তির মন্ত্র খুঁজে
যে বানীর পবিত্রতায় সুমহান দাউদের
কন্ঠ লালিত্যে সুর ঝংকৃত হয়, সৃষ্টির কল্যানে
আমায় সেই শুদ্ধচারির সন্ধান দাও।
সাদিয়া চৌধুরী পরাগ
বিষয়: সাদিয়া চৌধুরী পরাগ কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: