সিডনী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


নীল শাড়ী : কাশফী


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪ ১২:৫৩

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:০২

 

নীল শাড়ীটা পড়ে, তুমি দাঁড়িয়ে আছ,
বাতাসের মতো হালকা, মন মুগ্ধ করে,
আকাশের সীমানায় মিলিয়ে যাও তুমি,
শান্ত নীল স্রোতের মতো বয়ে যাও দূরে।

তোমার চোখে যেন আকাশের নীল রঙ,
তোমার হাসিতে মিশে আছে সাগরের ঢেউ,
এই পৃথিবীর যত শান্তি, যেন সব আছে,
তোমার নীল শাড়ীর প্রতিটি কুচিতে।

নীল রঙটা যেন কথা বলে মনের গভীরে,
শান্তি আর স্বপ্নের ডাকে সাড়া দেয়,
তোমার সাথে পথ চলতে চাই অনন্তকাল,
নীল শাড়ীর মতো মুগ্ধ হয়ে প্রতিদিন।

এই নীল শাড়ীর রঙে মিশে আছে আশা,
মিশে আছে হারানোর কষ্টের পর শান্তি,
যে পথে তুমি চলে যাবে দূর কোনখানে,
নীল শাড়ীটা থেকে যাবে স্মৃতির মতো পাশে।


সিডনি, অস্ট্রেলিয়া

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top