সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


শারদীয় জোৎস্না: শাহান আরা জাকির পারুল


প্রকাশিত:
১৩ আগস্ট ২০১৯ ০২:০৫

আপডেট:
১৪ এপ্রিল ২০২০ ০৬:২৩

 

ভেসে ভেসে যায় চলে দূরের ওই আকাশে 
ঝিরঝির বৃষ্টি আহা মিঠে  মিঠে বাতাসে 
আলতো ঝাপটায় এই ভরা শ্রাবনে
চোখ দুটি ভিজে যায় কাঙ্খিত রিংটোনে !! 

রুপোলি জোৎস্না নক্ষত্রের নীল গায়ে 
নিপুন তুলিতে আঁকা শরতের রূপ ছায়ে
মাতাল মেঘের দল শারদীয় প্রভাতে 
কার্নিশে দোল খায় ঘুমটুকু ভাঙাতে !!

ছন্নছাড়া মেঘ বালিকার এলোমেলো খোলা চুলে 
শরৎ এলেই ঢেউ খেলে যায় মন পবনের দু'কূলে
শরৎ হাসে পাখির ঠোঁটে মিষ্টি কদম ফুলে 
তোমার দেয়া কথার মালা ওঠে দুলে দুলে !!

ঘুম ঘুম চোখ দুটি জেগে রয় নির্বাক
জঠোরে ডুকরায় কি যেন কি হাঁকডাক 
স্বপ্ন সারথি এঁকে কাজল নয়নে 
পালিয়ে গেলে তুমি কম্পিত চয়নে !!

ঝিলিক দেয়া মেঘের মিছিল চোখের কোনে এসে 
ভিজিয়ে দেয় তোমায় আমায় স্নিগ্ধ ভালোবেসে 
সজল বাদলে কিংবা কানন বিথীকায় 
তোমারেই পাই খুঁজে শারদীয় জোৎস্নায় !!

 

শাহান আরা জাকির পারুল
লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top