সিডনী বুধবার, ১লা মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


একুশের চেতনায় : নূর হাসনা লতিফ


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২০ ১১:০৭

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২১:৫১

 

পায়ে পায়ে এগিয়ে গেলাম পড়ন্ত বেলায়
ক্ষুণ্ণ মন নতুন বই নেই গ্রন্থ মেলায়।
হৃদয় জুড়ে ছন্দপতন, বেসুরা সেতার
বইএর জগতে ছন্দিত মন তার।

এক বছরের ইচ্ছেগুলো জমা হয়
তা গড়িয়ে পড়ছে  স্বপ্ন ভঙ্গের ধূলায়।
আমার ভালবাসার স্মৃতি অম্লান
কারণ নির্মিত হয়নি শক্ত প্রাচীর।

শূন্যে মেলানো আকুতিগুলো
মিলিয়ে যায় হংস মিথুনে্র সরোবরে
আমার সাধ হয় ধরে রাখবার
চেয়ে থাকি করুনার ধারায়।
একুশের চেতনা সর্বত্র ছড়িয়ে
শুধু আমি ফিরি ভঙ্গুর মন নিয়ে।
আকাশে হাজার তারার মেলা
জীবনের সুখদুঃখ নিয়ে চলে ভেলা।

 

নূর হাসনা লতিফ
লেখক ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top