সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


কাব্যগাঁথা: শাহান আরা জাকির পারুল


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ০৭:৫৭

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২০:৩০

 

তিনি এসেছিলেন....
এসেছিলেন দুরন্ত কিশোরের চপলতা নিয়ে ,
মায়ের নোলক নেড়ে শোলক ভরা জোৎস্না রাতে
কিংবা খরতাপ ভরা আগুনের ফুলকি হয়ে দুলকি তালে,
ভরা চৈত্রের দাবদাহে ফুটন্ত জলের সরোবরে !
তিনি এসেছিলেন ঘাগোর নদীর তীরে ,
পাখিডাকা শ্যামলিমা জলাভূমি জুড়ে,
স্নিগ্ধ মায়াবী সূর্যস্নাত এক গাঁয়ে গরবিনী মায়ের সপ্নীল চোখের তারা হয়ে!
প্রতিবাদের ঢেউ তুলে জোড় পায়ে কদম ফেলে,
আহা দাপটে চলতেন তিনি !বাহুবল ছিলোনা তার,
ছিল বলিষ্ঠ জনতার ভয়াবহ হাতিয়ার !যুগে যুগে জন্ম হয় তার !
একবার নয় বহুবার!
তিনি অমর,অবিনশ্বর এই পৃথিবীতে !
তিনি না এলে ,এই গান,এই কবিতা,লেখা হতো কি করে !
কি করে তোমায় ভালোবাসতাম বলো !
ওই যে দূর আকাশের তারা হয়ে লেপ্টে আছেন তিনি !
ঘুমিয়ে আছেন অনাদরে ,নাকি অবহেলায় !নিশ্চই না !
এই বাংলার সবুজ শ্যামলে জড়িয়ে আছেন তিনি !
জড়িয়ে আছেন অগুনতি মানুষের অনাহুত বাকরুদ্ধ মিছিলে !
তিনি একবারই এসেছিলেন,ইতিহাস হয়ে !
যিনি না এলে,আমার বুকের তীব্র জ্বালাময় মায়ের ভাষাটি লুটিয়ে নিয়ে যেত বর্গীর দল !
তিনিতো একবারই আসেন!বারেবারে নয় !
তোমার আমার হৃদয়ে গেঁথে আছেন কাব্যগাঁথা হয়ে!প্রিয় একটি সে নাম ...
মায়ের আদরের খোকা ,আর তোমার আমার প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান !!

 

শাহান আরা জাকির পারুল
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top