অস্ট্রেলিয়া লৌহ আকরিকের দাম বাড়ানোয় উদ্বিগ্ন চীন


প্রকাশিত:
১১ মে ২০২১ ২২:৫৭

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ০৫:০৮

 

প্রভাত ফেরী: চীন অদূর ভবিষ্যতে তার ইস্পাতের চাহিদা কমানোর দিকে যেতে পারে, কারণ বৃহত্তম সরবরাহকারী অস্ট্রেলিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লৌহ আকরিকের উচ্চ দাম নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত ইস্পাত খাত ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বিগ্ন। সরকারকে বাজারের ত্রুটি এবং নীতি উন্নত করার আহ্বান জানানো হয়েছে।  

চীন চাহিদার অর্ধেকেরও বেশি লৌহ আকরিক অস্ট্রেলিয়া থেকে আমদানি করে থাকে। পৃথিবীতে এই দেশটিই সবচেয়ে বেশি লৌহ আকরিক ব্যবহার করে।  

এদিকে, কিছু বাজার বিশেষজ্ঞ বলছেন, বেইজিং এবং ক্যানবেরার মধ্যে বাণিজ্য বিরোধের কারণেই যে লৌহ আকরিক দাম বেড়েছে তা নয়।  

ইনভেস্টমেন্ট ম্যানেজার এএমপি ক্যাপিটালের প্রধান অর্থনীতিবিদ অলিভার বলেন, আমি মনে করি না যে লৌহ আকরিকের উচ্চ দাম দুই দেশের মধ্যে বাণিজ্য বিরোধের একটি কারণ।  

গত মাসে, অস্ট্রেলিয়া চীনের সাথে বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) চুক্তি বাতিল করে। ফলে দুই দেশের মধ্যে শীতল লড়াই চলছে।  

গত বছরের এপ্রিল থেকে চীনের সঙ্গে অস্ট্রেরিয়ার সম্পর্ক নিম্নমুখী হতে থাকে। করোনা মহামারির উৎপত্তি সম্পর্কে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দেওয়ায় বেইজিং ক্ষুব্ধ হয়।  

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top