সিডনিতে রেমিয়েন্স অস্ট্রেলিয়ার জমকালো ঈদ পুনর্মিলন অনুষ্ঠান
প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫ ১২:৫৪
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২১:৪০

সিডনি, অস্ট্রেলিয়া – ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ৫২ একরের সবুজচত্বরে গড়ে ওঠা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তনশিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া-এর আয়োজনে গত রবিবার, ৬ এপ্রিল, সিডনির কার্নেল বীচে অনুষ্ঠিত হলো একআনন্দঘন, প্রাণবন্ত ও পারিবারিক ঈদ মিলন মেলা “Remians Australia Eid Reunion – 2025”।
সিডনি শহরের বিভিন্ন প্রান্ত থেকে রেমিয়ানরা তাদের পরিবারসহঅংশগ্রহণ করেন এই আয়োজনে। শুধু সিডনি নয়, ক্যানবেরা থেকেওদীর্ঘ পথ পাড়ি দিয়ে কয়েকটি রেমিয়ান পরিবার অংশগ্রহণ করেনআনন্দ ভাগাভাগি করতে।
দিনব্যাপী চলা এই মিলনমেলায় ছিল—ঈদের আড্ডা, বাচ্চাদেরখেলাধুলা, মহিলাদের জন্য মিউজিকের সাথে পিলো পাস খেলা, এবং"ওয়ান-ডিশ পার্টি"-র আয়োজন, যেখানে প্রত্যেক পরিবার তাদের ঘরেতৈরি করা বিশেষ খাবার নিয়ে এসেছিল। এদিন খাবার, স্মৃতিচারণএবং হাসির রোলেঘেরা এক রঙিন মিলনস্থলে পরিণত হয়।
সাজসজ্জা ছিল নজরকাড়া— রেমিয়ানস ব্যানার, ফেস্টুন, ফটোবুথসহ নানা উপকরণে রঙিন হয়ে উঠেছিল পুরো এলাকা। পথচারী ওদর্শনার্থীদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল এই আয়োজন।
দিনশেষে খেলাধুলা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতেপুরস্কার তুলে দেন সংগঠনের সম্মানিত সভাপতি ড. মোহাম্মদশাহরিয়ার। তিনি তাঁর সমাপনী বক্তব্যে আগত অতিথিদের ধন্যবাদজানিয়ে, বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন রেমিয়ান নাফিজরহমান, মাহমুদুল হাসান তুষার, রাসেল ইসলাম, মোহাম্মদ মামুন, আবু বাকের সিদ্দিক, সোহেল খন্দকার, সালেহ আহমেদ শোয়েব এবংসিরাজুম মনির-কে, যারা অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ওতত্ত্বাবধানের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া, ড. মোহাম্মদ শাহরিয়ার-এর সহধর্মিণী ড. রুমানা আফরোজ-এর উদ্যোগও পৃষ্ঠপোষকতায়, অনুষ্ঠানে আগত রেমিয়ান সহধর্মিনীদের মাঝে ঈদউপহার বিতরণ করেন রেমিয়ান সালেহ আহমেদ শোয়েব ও সিরাজুমমনির। অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণসম্পাদক শেখ শুভ।
এই দিন রেমিয়ানরা কেবল পারিবারিক আনন্দই ভাগাভাগি করেননি, বরং কলেজ জীবনের গল্প-স্মৃতি এবং পারস্পরিক ভালোবাসারবন্ধনও আরও দৃঢ় করেছেন।
রেমিয়ানস অস্ট্রেলিয়া ভবিষ্যতে এমন আরও আন্তরিক, উৎসবমুখরআয়োজনে প্রবাসী রেমিয়ানদের ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসাকে আরওগভীর করবে—এমনটাই প্রত্যাশা সবার।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: