সিডনিতে অগ্রণী এলামনাই অস্ট্রেলিয়া কালচারাল গ্রুপের আয়োজনে চৈত্রসংক্রান্তি উদযাপন এবং বর্ষবরণ
প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫ ১৯:২০
আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ১৯:২২

গানে গানে এবং ঐতিহ্যবাহী বাঙ্গালী রসনায় পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে আবাহন করলো সিডনীতে অগ্রণী স্কুল এণ্ড কলেজ এলামনাই অস্ট্রেলিয়ার সংস্কৃতি দল।
রবিবার ৩০ চৈত্র ( ইংরেজী ১৩ এপ্রিল, ২০২৫) " চৈত্র সংক্রান্তি ১৪৩১ এবং বর্ষবরণ ১৪৩২" উদযাপন করে এই দলের সক্রিয় দশ জন সদস্য।
শুভেচ্ছা বাণী এবং মঙ্গল কামনার সাথে সাথে বাংলাদেশের মাটির দুটো গান- এম এ আব্দুল আজীজের কথা ও সুরে ভাটিয়ালী গান " কল কল ছল ছল ", বাংলার কৃষকের পালা গান " আল্লাহ মেঘ দে পানি দে" এবং সর্বোপরি " এসো হে বৈশাখ" গানটির কোরাস পরিবেশন করে অমিয়া মতিন, শাফিনাজ আমিন, মাহবুবা কান্তা, মাফরুহা আলম, শ্রাবন্তী কাজী, নাইয়ারা কেয়াসী, তনিমা আলী, তনিমা তাবাসসুম, সূচনা চৌধুরী ও দিলশাদ রহমান।
অপরাহ্নের এ আয়োজনে ভোজে ছিল বাঙ্গালীর চিরাচরিত ভর্তা-ব্যঞ্জন এবং পিঠা-পুলি-পায়েস- মুড়ি- মুড়কি। ষোলো আনা বাঙ্গালীয়ানায় প্রবাসের রবিবারটি সাদা- লাল এবং নকশী সাজে জমে উঠেছিল। বাংলা সংস্কৃতি বেঁচে থাকুক, ছড়িয়ে পড়ুক দেশের গণ্ডি ছড়িয়ে সারা বিশ্বে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: