অস্ট্রেলিয়ায় গৃহহীনরা কীভাবে কোভিড টিকা গ্রহণ করবেন?
প্রকাশিত:
৬ জুলাই ২০২১ ২১:১২
আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ১৭:১৩

প্রভাত ফেরী: সর্বশেষ সেনসাস রিপোর্ট অনুসারে, অস্ট্রেলিয়ায় ১১৬,০০০ লোক গৃহহীন বলে ভাবা হচ্ছে।
গৃহহীন লোকেরা যেন কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পারেন সেজন্য যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়েসাইড চ্যাপেল এবং কারকিটন রোড সেন্টার। তারা বলছে, রাফ স্লিপার্স বা রাস্তায় বসবাসকারী গৃহহীন ব্যক্তিদের মাধ্যমে কমিউনিটিগুলোতে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার বড় ঝুঁকি রয়েছে।
প্রায় ৪৪ শতাংশ বাস করেন ঘন জন-বসতিতে আর ১৮ শতাংশ বাস করেন সহায়ক আবাসন-স্থলে। এছাড়া, সাত শতাংশ লোক ঘরের বাইরে (রাস্তায়) ঘুমায়।
সিডনির মার্টিন প্লেসে, ওয়েসাইড চ্যাপেল ও কিরকেটন রোড সেন্টারের মেডিকেল টিম যৌথভাবে কাজ করছে সবার জন্য টিকাদান কর্মসূচি নিশ্চিত করার জন্য।
ওয়েসাইড চ্যাপেলের সিইও জন ওয়েন বলেন, রাস্তায় বসবাসকারী বহু লোকের সংবাদ লাভের উৎস হলো তাদের ফোন, ফেসবুক ভিডিও কিংবা টিকটক ভিডিও।
কিরকেটন রোড সেন্টারের ডাইরেক্টর ড. ফিলিপ রিড বলেন, রাস্তায় বসবাসকারী গৃহহীন লোকদের জন্য টিকাগ্রহণ করাটা গুরুত্বপূর্ণ। অসহায় জনগোষ্ঠীগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা জরুরি।
অস্ট্রেলিয়ায় ব্যবহৃত করোনাভাইরাসের উভয় ভ্যাকসিনের ক্ষেত্রেই দুটি করে ডোজের প্রয়োজন হয়। গৃহহীন লোকদের দ্বিতীয় ডোজের জন্য মোবাইল ক্লিনিকগুলো চালিয়ে যাওয়ার দরকার আছে।
৬০ বছর বয়সী রব সিডনির পথে-ঘাটে বসবাস করছেন দীর্ঘ দিন ধরে। সিডনির গৃহহীন লোকদের মাঝে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে তিনি শঙ্কিত।
ওয়েসাইড চ্যাপেল ও কিরকেটন রোড সেন্টারের এই কর্মী-দলটি বলছে যে, টিকাদান কর্মসূচি সুষম গতিতে এগিয়ে চলেছে।
জন ওয়েন বলেন, অসহায় জনগোষ্ঠীগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই যৌথ উদ্যোগের মাধ্যামে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: