অস্ট্রেলিয়ায় শিশুদের কণ্ঠে বিশ্ব জলবায়ু আন্দোলন
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৮
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:১৭

প্রভাত ফেরী ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের লাখ লাখ শিশুর অংশগ্রহণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জলবায়ু আন্দোলন। তারই অংশ হিসেবে শুক্রবার অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রথম এই মিছিল শুরু হয়। বিশ্বব্যাপী লাখ লাখ শিশুর এ আন্দোলনে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সিএনএন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী আন্দোলন শেষ হবে আগামী ২৭ সেপ্টেম্বর।এ উপলক্ষে বিভিন্ন দেশের স্থানীয় ও আন্তর্জাতিক পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করেছে।যোগ দেওয়া আন্দোলনকর্মীদের বেশিরভাগই হবেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্বের পাঁচ হাজারেরও বেশি স্থানে এই আন্দোলন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সিডনি থেকে শুরু করে সিউল ও সাও পাওলো পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোররা তাদের পাঠ্যবই বন্ধ রেখে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করবেন। এদিন শিশুদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের ক্লাস বন্ধ রাখারও কথা জানানো হয় বিবিসির এক প্রতিবেদনে। ক্লাইমেটস্ট্রাইক হ্যাশট্যাগের মাধ্যমে এই আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।
এই আন্দোলনের শুরু হয় অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গের হাত ধরে। তিনিই প্রথম ক্লাস পালিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিবাদ করতে সুইডিশ পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন।
এদিন শিশু-কিশোররা নীতিনির্ধারক, রাজনীতিবিদ, ব্যবসায়ীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: