অস্ট্রেলিয়ায় বসবাস শুরুর প্রথম ত্রিশ দিন
প্রকাশিত:
২ নভেম্বর ২০১৯ ২৩:৫৬
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:০৭

প্রভাত ফেরি রিপোর্টঃ নতুন একটি দেশে বসবাস শুরু করার বিষয়টি অভিবাসীদের জন্য বেশ বড় একটি ধকলের বিষয়। এমনকি যাদের এ অভিজ্ঞতা ইতিমধ্যেই এক বা একাধিকবার হয়েছে, তারপরও যখন তারা নতুন আরেকটি দেশে জীবনযাত্রা শুরু করতে যান তখন প্রাত্যাহিক বিষয়াবলী নতুন করে আবার শুরু করাটা মানসিক অবস্থা এবং দৈনন্দিন কাজকর্মের উপর বেশ বড় একটি প্রভাব ফেলে। বিশেষ করে যখন কেউ সপরিবারে প্রবাসী হন এবং সাথে সন্তানরা থাকে, তখন নানা বিষয় মিলে এ সময় অনেকেরই খেই হারিয়ে ফেলার উপক্রম হয়। তাই প্রভাত ফেরীর এ প্রতিবেদনে অস্ট্রেলিয়ায় যারা নতুন অভিবাসী হতে যাচ্ছেন অথবা সদ্যই হয়েছেন, তাদের জন্য বেশ কিছু প্রয়োজনীয় পরামর্শ সংযুক্ত করা হলো।
অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ
কঠিন অভিবাসন আইনের জন্য অস্ট্রেলিয়া পুরো বিশ্বে বেশ পরিচিত। সুতরাং অস্ট্রেলিয়ায় কাজের জন্য ভিসা পাওয়াটা কিছুটা কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। জেনারেল স্কিল মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে যে কেউ অস্ট্রেলিয়ায় আসতে পারে। আপনার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে পয়েন্ট ভিত্তিক মাইগ্রেশনে এ ভিসা পাওয়া যায়। প্রথমে আপনাকে দেখতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা অস্ট্রেলিয়ায় স্বীকৃত কিনা। তারপর এদেশে যেসব পেশার জন্য চাহিদা রয়েছে তার তালিকা দেখতে হবে। সবকিছু মিলে গেলেই আপনি আবেদন করতে পারেন। এছাড়াও অস্ট্রেলিয়ার বড় বড় শহরগুলোর বাইরে রিজিওনাল এরিয়াগুলোতে কাজ ও বসবাসের জন্য কেউ আসতে চাইলে তখন শিথিল শর্তে আসার সুযোগও পাওয়া যায়।
কাজ খুঁজে পাওয়া
অস্ট্রেলিয়ায় আসাতো হলো, কীভাবে কাজ খুঁজবেন? মূলত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেই সবাই কাজ খুঁজে। সিক ডটকম এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রচলিত ওয়েবসাইট। এছাড়াও আছে ক্যারিয়ার ওয়ান, জোরা কিংবা গামট্রির মতো ওয়েবসাইটগুলো। প্রতিটি এলাকাতেই রিক্রুটমেন্ট এজেন্সির অফিস আছে, তারাও আপনাকে কাজ খুঁজে নিতে সহায়তা করবে। অস্ট্রেলিয়ার ভাষারীতি ও সংস্কৃতি অনুযায়ী আপনার বায়োডাটা বা রেজুমেটিকে সাজিয়ে নিয়ে সম্ভাব্য সকল জায়গায় সরাসরি দেয়াটাও কাজ খুঁজে নেয়ার ক্ষেত্রে বেশ জরুরি একটি বিষয়।
বসবাসের জায়গা খুঁজে নেয়া
আপনি কোথায় বসবাস করবেন তার অনেকটাই নির্ভর করবে আপনার কাজের স্থানের উপর। বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশ থেকে আসার অভিবাসীরা বেশি সংখ্যায় বসবাস করে, এ বিষয়টিও হয়তো আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। হতে পারে আপনি হয়তো পূর্বপরিচিত কিংবা আত্মীয় স্বজনদের কাছাকাছি থাকাকে প্রাধান্য দিচ্ছেন। বাসা খুঁজে নেয়ার জন্য আপনাকে স্থানীয় রিয়েল এস্টেট অফিসগুলোতে যেতে হবে। গামট্রি ওয়েবসাইটের মাধ্যমেও অনেকে থাকার জায়গা খুঁজে নেন। অস্ট্রেলিয়ানরা মূলত বীচের কাছে থাকতে পছন্দ করে। ইউনিভার্সিটি অফ সিডনির এক গবেষণায় দেখা গেছে অস্ট্রেলিয়ায় মোট ১০,৬৮৫ টি বীচ রয়েছে। তবে সাগরের যত কাছে থাকতে যাবেন ততই আপনার বাসার ভাড়া কিংবা মূল্য বেড়ে যেতে থাকবে। সাগর উপকূল থেকে দূরবর্তী রিজিওনাল এরিয়াগুলোতে অন্যদিকে থাকার খরচ যেমন কম, তেমনি ভিসা পাওয়ার সুযোগও বেশি।
সন্তানের জন্য স্কুল খুঁজে নেয়া
অস্ট্রেলিয়ার প্রায় ৬৫ শতাংশ স্কুলই হলো সরকারী স্কুল বা পাবলিক স্কুল। অস্ট্রেলিয়ার শিক্ষার মান গুণগত উৎকর্ষতার দিক থেকে বিশ্বের মাঝে অন্যতম সেরা হিসেবে স্বীকৃত। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করানোর প্রক্রিয়া এখানে বেশ সহজসাধ্য। যদি কোন বিশেষ স্কুল অথবা বেসরকারী স্কুলে পড়ানোর সংকল্প না থাকে তাহলে আপনার বসবাসের স্থানের নিকটবর্তী পাবলিক স্কুলে গেলেই তারা আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করে নেবে।
ব্যবসা শুরু করা
আপনি যদি অস্ট্রেলিয়ায় অন্য কোথাও চাকরি করার চেয়ে বরং কোন ব্যবসা করাকে প্রাধান্য দেন তাহলে এদেশে ব্যবসার সুযোগ বেশ অবারিত। অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট কমিশন (আসিক) নামক সরকারী সংস্থার ওয়েবসাইটে আপনার ব্যবসাকে নিবন্ধিত করতে হবে এবং তার আগে অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার (এবিএন) এর জন্য আবেদন করতে হবে। এসবই অনলাইনে বেশ সহজে করা সম্ভব।
ব্যাংক একাউন্ট খোলা
আপনি ব্যবসা করুন কিংবা চাকরি, একটি ব্যাংক একাউন্ট অস্ট্রেলিয়ায় যে কোন লেনদেনের জন্য থাকাটা খুবই জরুরি একটি বিষয়। ব্যাংক একাউন্ট খোলাও এদেশের বেশ সহজ একটি প্রক্রিয়া। আপনার থাকার জায়গার প্রমাণপত্র, লাইসেন্স বা পাসপোর্ট ইত্যাদি কাগজপত্র নিয়ে গেলে এদেশের ব্যাংকগুলো আপনাকে সেবা দেয়ার জন্য অত্যন্ত আগ্রহী। কিছু ব্যাংকের একাউন্টে প্রতি মাসে চার্জ দিতে হয়, কিছু ব্যাংকের একাউন্ট ব্যক্তিগত লেনদেনের জন্য ফ্রি। কিছু ব্যাংকের এটিএম মেশিন বিভিন্ন জায়গায় প্রচুর দেখা যায় যা আপনার জন্য হয়তো লেনদেন সহজ করতে সহায়ক হবে। এসব কিছু বিবেচনা করে আপনার উপযোগী ব্যাংকটি খুঁজে নিয়ে সহজেই আপনি একটি ব্যাংক একাউন্ট খুলতে পারেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: