ভয়াবহ দাবানলে অন্ধকার সিডনি


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৯ ০৪:৪০

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ১৭:২৫

ভয়াবহ দাবানলে অন্ধকার সিডনি

প্রভাত ফেরী ডেস্ক: মঙ্গলবার অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূলের বিস্তীর্ণ অঞ্চলসহ সিডনিতে দাবানল ছড়িয়ে পড়ায় ১০ হাজার মানুষ মঙ্গলবার নিরাপন স্থানে সরে যায়। কর্মকর্তারা নিউ সাউথ ওয়েলসে ১১টি জরুরি সতর্কতা জারি করেন। রাজ্যজুড়ে ৭১টি দাবানল নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে। আর এ ভয়াবহ দাবানলের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির আকাশ। মঙ্গলবার বাসিন্দারা ঘুম থেকে জেগে দেখেন ধোঁয়ায় ঢেকে গেছে শহরটি।



নিউ সাউথ ওয়েলস পল্লী ফায়ার সার্ভিসের কমিশনার শেন ফিটৎসিম্মন্স সাংবাদিকদের জানান, ওই এলাকায় অস্থিরতা বিরাজ করছে, নিরাপদ স্থানে বাসিন্দাদের নেওয়া ছাড়া আর কিছুই কার নেই আমাদের। এই অঞ্চলে প্রায় ৬০ লাখ মানুষের বাস করেন। তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র বাতাস শক্তিশালী হওয়ার কারণে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। এ অবস্থায় ৩ জন প্রাণ হারিয়েছেন এবং দেড় শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে।



বিবিসি জানায়, রেকর্ড দাবানলে অক্টোবর থেকে জ্বলছে নিউ সাউথ ওয়েলস। দাবানলে অঙ্গরাজ্যটির উত্তরে ছয়জন নিহতের ঘটনা ঘটেছে।



আগুনে পুড়ে গিয়েছে অঞ্চলটির হাজার হাজার হেক্টর ভূমি। ধ্বংস হয়ে গেছে কয়েক শ' ঘরবাড়ি। এখন পর্যন্ত এই দাবানল নিয়ন্ত্রণে আসেনি। সিডনির উত্তরের শহর ওয়াচোপে দাবানলের ভয়াবহতায় বাসিন্দাসহ কয়েক শতাধিক পশু সরিয়ে নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে এমন লোকদের বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছে। রাজ্যজুড়ে ৬০০টির বেশি স্কুল বন্ধ রয়েছে।



দাবানলের আগুন অঙ্গরাজ্যটির রাজধানী সিডনিকে স্পর্শ করতে না পারলেও এর ধোঁয়ায় ছেয়ে গেছে শহরটি। তীব্র বাতাসে এই ধোয়া আক্রান্ত করে ফেলেছে ৫০ লাখ মানুষের এই শহরকে। এতে সিডনির পরিবেশ ভয়াবহ হুমকির মুখে পড়েছে বলে বিশ্লেষকেরা জানিয়েছেন। মঙ্গলবার সিডনির পশ্চিম এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। অতিরিক্ত উত্তাপের কারণে অগ্নিকাণ্ড সৃষ্টি হওয়ার আশঙ্কায় সিডনিবাসীকে সতর্ক করে কর্তৃপক্ষ।



সামাজিক যোগাযোগমাধ্যমে শহরের বাসিন্দারা অন্ধকারাচ্ছন্ন ধোয়া এবং দুর্গন্ধযুক্ত বাতাসের  বর্ণনা দিয়েছেন। শহরটির বাতাসের গুণাবলী জাতীয় মানদণ্ডের তুলনায় আটগুণ নিচে নেমে গেছে।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top