সিডনিতে পানি ব্যবহারের উপর নতুন বিধিনিষেধ আরোপ
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০৬:১৯
আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ১৮:১৩

প্রভাত ফেরী: চলতি বছরের ডিসেম্বরের ১০ তারিখ থেকে সিডনিতে জনসাধারণের পানি ব্যবহারের নিয়মকানুন দ্বিতীয় স্তরে (লেভেল টু) উন্নীত করা হবে। সরকারী এই সিদ্ধান্ত বৃহত্তর সিডনি, ইলাওয়ারা এবং ব্লু মাউন্টেন এলাকাগুলোর জন্য প্রযোজ্য হবে। বিগত এক দশকের ভেতরে পানি ব্যবহারের উপর প্রযোজ্য এটিই সর্বোচ্চ মাত্রার কড়াকড়ি।
অষ্ট্রেলিয়ার চলমান খরা পরিস্থিতির প্রেক্ষিতে এবং বাঁধগুলোতে জমানো পানির স্তর নেমে যাওয়ায় পরিস্থিতি মোকাবেলা করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লেভেল টু স্তরের প্রয়োগের ফলে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বাড়ির বাগানে এখন থেকে হোসপাইপের মাধ্যমে পানি দেয়া নিষিদ্ধ। কেবলমাত্র বালতি কিংবা ওয়াটারিং ক্যান ব্যবহার করে বাগানে পানি দেয়া যাবে এবং তা সকাল দশটা আগে এবং বিকেল চারটার পরে দেয়া যাবে।
স্বয়ংক্রিয় মেশিনে স্মার্ট এন্ড ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করে পানি দেয়া হলে তা সর্বোচ্চ পনেরো মিনিট ব্যবহার করা যাবে এবং তাও সকাল দশটার আগে এবং বিকেল চারটার পর ব্যবহার করা যাবে।
বানিজ্যিক কার ওয়াশ প্রতিষ্ঠানগুলো ছাড়া অন্য সকল ক্ষেত্রে গাড়ি ধৌত করার ক্ষেত্রে হোসপাইপ ব্যবহার করা যাবে না, বালতি ব্যবহার করে গাড়ি ধুতে হবে। যে কোন আকারের সুইমিং পুলে দেয়ার পানি দেয়ার আগে কাউন্সিলের অনুমতি নিতে হবে।
সর্বোপরি, কোন জরুরী পরিস্থিতি এবং প্রয়োজন ছাড়া যে কোন ধরণের হোসপাইপ ব্যবহার করে শক্ত ভূমি বা বস্তুর উপর পানি দেয়া নিষিদ্ধ থাকবে। পানি ব্যবহারের এ নিয়ম কেউ ভঙ্গ করলে তার জন্য ৫৫০ ডলার পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে হবে।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লেডিস বেরেজিকলিয়ান বলেন, নি:সন্দেহে আমরা একটি অভূতপূর্ব খরা পরিস্থিতির মোকাবেলা করছি। প্রতিদিন আমরা যে পরিমাণ পানি ব্যবহার করছি, তার তুলনায় কম পানি সংগৃহীত হচ্ছে। সুতরাং সংরক্ষিত পানির পরিমান চল্লিশ শতাংশে নেমে আসার আগেই সবার জন্য নিরবিচ্ছিন্নভাবে অত্যাবশ্যকীয় পানির সরবরাহ নিশ্চিত করার স্বার্থে লেভেল টু পর্যায়ের এই বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: