বাণিজ্যিক বাধা দূর হলে ভারতে রপ্তানি বাড়বে


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২২ ০৪:০১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:০৪

 

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক বাধা দূর করা গেলে দুই দেশের বাণিজ্য ব্যবধান কমার পাশাপাশি পণ্য রপ্তানি আরো বাড়বে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে মতবিনিময়ে টিপু মুনশি এসব কথা বলেন।

এ জন্য তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন বলেও মনে করেন। বাণিজ্যমন্ত্রী বলেছেন, ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের বিপুল চাহিদা রয়েছে।

এসব পণ্য রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের পণ্য তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্ডার হাটগুলো উভয় দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোর মানুষ উপকৃত হয়েছে। এতে উভয় দেশের মানুষ খুশি। ভিসা ইস্যু সহজ হলে মানুষের যাতায়াত বাড়বে। এতে উভয় দেশের মানুষ উপকৃত হবে। বাংলাদেশ ভারতের বাজারে পণ্য রপ্তানি বৃদ্ধি করতে আগ্রহী, এ জন্য ভারত সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ভারতের ভলো বন্ধু। ভারত সরকার সব সময় বাংলাদেশকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য ও সহযোগিতা অনেক বৃদ্ধি পেয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে। আকাশপথের পাশাপাশি সড়ক ও নৌপথে যোগাযোগ উন্নত হয়েছে। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সহজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বলেন, পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের জন্য পাইপলাইন নির্মাণকাজ শেষ হয়েছে। আশা করা যায়, আগামী ফেব্রুয়ারি থেকে এ পাইপলাইন ব্যবহার করা সম্ভব হবে। এতে উভয় দেশের মানুষ উপকৃত হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top