প্রকাশিত ব্যাংকিং রয়্যাল কমিশনের রিপোর্টের সারসংক্ষেপ


প্রকাশিত:
৪ এপ্রিল ২০১৯ ১১:২৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:০৯

প্রকাশিত ব্যাংকিং রয়্যাল কমিশনের রিপোর্টের সারসংক্ষেপ

শশাঙ্ক শেখর দাশ: ব্যাংকিং, সুপারানুয়েশন ও ফিন্যান্সিয়াল সেবা খাতের অপব্যবহার উপর গঠিত রয়্যাল কমিশন গুরুত্বপূর্ণ যে যে সুপারিশ করেছে এবং সরকার সেগুলো বাস্তবায়নের যে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো সংক্ষেপে নিম্নরূপঃ



কঞ্জুমার ক্রেডিট বিষয়ে –



সুপারিশ নম্বর ১.২ এ সুপারিশ করা হয়েছে যে, মধ্যস্ততার মাধ্যমে হোম লোন নিতে গেলে মধস্ততাকারিকে (ব্রোকার) ঋণ গ্রহীতার সর্বোচ্চ স্বার্থ দেখতে হবে।



সুপারিশ নম্বর ১.৩ এ সুপারিশ করা হয়েছে যে, ঋণ গ্রহীতা হোম লোন নেয়ায় সহায়তা করার জন্য মধস্ততাকারিকে (ব্রোকার) ফি দিতে পারবে। ঋণ প্রদানকারী মধস্ততাকারিকে (ব্রোকার) কোন অর্থ প্রদান করতে পারবে না।



সুপারিশ নম্বর ১.৪ এ সুপারিশ করা হয়েছে যে, ট্রেজারিকে প্রধান করে মধস্ততাকারির (ব্রোকার) প্রাপ্ত-এর কাঠামো পর্যবেক্ষণ করার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে।



সরকার এ বিষয়ে সতর্কবার্তামূলক ভবিষ্যতের কর্মপরিকল্পনা জানিয়েছে।



সুপারিশ নম্বর ১.৬ এ সুপারিশ করা হয়েছে যে, যদি মধস্ততাকারির (ব্রোকার) দ্বারা Australian Credit Licence (ACL) - এর আওতায় তথ্যের বিনিময় ও রিপোর্টিং – এর বিষয়ে অপব্যবহার হয়ে থাকলে, তবে তা সংশোধনের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য ব্যবস্থা থাকতে হবে।



সরকার এ বিষয়ে লাইসেন্সিং – এর আওতায় আরো দৃঢ় ব্যবস্থা নেয়ার বিষয়ে বলেছে।



ব্যাংকিং সেবা গ্রহণ বিষয়ে –



সুপারিশ নম্বর ১.৮ এ সুপারিশ করা হয়েছে যে, অস্ট্রেলিয়ান ব্যাংকিং এসোসিয়েশান কে ব্যাংকিং কোড সংশোধন করতে বলা হয়েছে যাতে করে ব্যাংকগুলো আদিবাসি অস্ট্রেলিয়ানদের আরো বেশি সহায়তা প্রদান করতে পারে। পূর্ব অনুমতি ব্যবস্থা ছাড়া ব্যাংকগুলোর সাধারণ ব্যাংক হিসাবের উপর যখন-তখন অতিরিক্ত (ব্যালেন্স না থকলেও) অর্থ উত্তলোন করতে দেয়া যাবে না এবং সাধারণ হিসাবের উপর কোন অসম্মান (ডিস-অনার) ফি ধার্য করা উচিৎ হবে না।



সুপারিশ নম্বর ১.৯ এ সুপারিশ করা হয়েছে যে, ছোট ব্যবসায় ঋণ প্রদানের ক্ষেত্রে প্রয়োগের জন্য ন্যাশনাল কঞ্জুমার ক্রেডিট প্রটেকশান অ্যাক্ট সংশোধন করা যাবে না।



 



সুপারানুয়েশন বিষয়ে –



সুপারিশ নম্বর ৩.২ এ সুপারিশ করা হয়েছে যে, উপদেশ প্রদানের জন্য সুপারানুয়েশন হিসাব থেকে ফি কর্তন নিষিদ্ধ করতে হবে। সরকার এ বিষয়ে রাজি হয়েছে।



সুপারিশ নম্বর ৩.৫ এ সুপারিশ করা হয়েছে যে, একজন ব্যক্তির একটি নির্ধারিত সুপারানুয়েশন হিসাব থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা বাতলানোর জন্য বলা হয়েছে, সমস্ত হিসাবকে এক হিসাবে একত্রিত করার জন্য।



(এটি রিপোর্টের অনুমিত সরকারি কোন বাংলা অনুবাদ নয়, এটি শুধু রিপোর্ট পড়ে বোঝার সারসংক্ষেপ।)



লেখকঃCPA



 



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top