৫ বছর দেশে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে কোকাকোলা
প্রকাশিত:
৯ আগস্ট ২০১৯ ২২:৫৩
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৩:৪৯

প্রভাত ফেরী ডেস্ক: আগামী ৫ বছরে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কোকাকোলা। একইসঙ্গে কোকাকোলা বাংলাদেশে বিনিয়োগের বিনিময়ে নানা ধরনের কর অবকাশ সুবিধা চান।
সচিবালয়ে অর্থমন্ত্রীর সংঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেছেন কোকাকোলা কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান অপারেটিং অফিসার ব্রেইন জন স্মিথ।
বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোকাকোলা প্রেসিডেন্টকে কর সুবিধা পেতে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পরামর্শ দিয়ে বলেন, কোকোকোলা বাংলাদেশে নতুন পণ্য উৎপাদন করলে কিংবা স্পেশাল ইকনোমিক জোনে বিনিয়োগ করেও নানা সুবিধা পেতে পারে।
অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ক্রমাগতভাবে অর্থনৈতিক খাতে উন্নতি সাধন করে চলেছে। চলতি অর্থবছরেই আমরা ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি, যা ২০২৪ সাল নাগাদ দাঁড়াবে ১০ শতাংশ এবং সেটা অব্যাহত থাকবে। বিশ্বে যে কয়েকটি দেশের রফতানি আয় খুব দ্রুত বাড়ছে, তার মধ্যে বাংলাদেশ একটি। গড় হিসাবে এক দশক ধরে দেশের রফতানি আয়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি হচ্ছে।
কোকাকোলার প্রেসিডেন্ট ব্রায়ান স্মিথ বলেন, বাংলাদেশে কোকাকোলার বাজার অত্যন্ত সম্ভাবনাময়। গ্রামীণ ও আধা-গ্রামীণ অঞ্চলে সরবরাহ বাড়াতে কোকাকোলার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে। তিনি বলেন, আগামীতে বাংলাদেশে বিভিন্ন মাত্রার চিনিযুক্ত কোকাকোলা পানীয় উৎপাদন করা হবে।
অর্থমন্ত্রীর সঙ্গে কোকাকোলার কোম্পানির প্রেসিডেন্টের ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামসহ কোকাকোলার আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: