২২ আগস্ট আবার বৈঠক, ১০ হাজার চামড়া নষ্ট হয়েছে : শিল্পমন্ত্রী


প্রকাশিত:
১৯ আগস্ট ২০১৯ ২১:২৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৩:৪৬

২২ আগস্ট আবার বৈঠক, ১০ হাজার চামড়া নষ্ট হয়েছে : শিল্পমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: সরকারের মধ্যস্থতায় ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করতে সম্মত হয়েছেন আড়তদাররা। তবে ট্যানারি মালিকদের কাছে তাদের যে বকেয়া পাওনা রয়েছে, সে বিষয়ে সমাধান বের করতে আগামী ২২ আগস্ট ফের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সে বৈঠকে মধ্যস্থতা করবে।



গতকাল রোববার কোরবানির পশুর চামড়া বিক্রিতে ব্যাপক দরপতনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সঙ্গে সরকারের ত্রিপক্ষীয় এক বৈঠক থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে শিগগিরই চামড়া কেনা- বেচার বিষয়ে সম্মত হন চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা।



বৈঠকে দেনা পাওনার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘আগে কিন্তু তারা পাওনার জন্য কখনও কমপ্লেইন করেনি। সেখানে যে আস্থার বিষয়, সেটি নিয়ে কাজ করেছে। মৌসুমি ব্যবসায়ীরা এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নন, তখন তারা না বুঝে পুঁজি হারালে তাদের মাথা নষ্ট হয়। এ ধরনের ব্যবসায়ীরাই মিডিয়াকে মিসগাইড করেছেন।’



বৈঠকে সরকার পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, একটি কুচক্রী মহল সরকারকে বিপদে ফেলতে চামড়া ব্যবসায়ীদের বিভ্রান্ত করেছে। ফলে চামড়ার বিশাল দরপতন হয়েছে।



এদিকে বৈঠক শেষে‘এক কোটি চমড়ার মধ্যে এ বছর ১০ হাজার পিস চামড়া নষ্ট হয়েছে জানিয়েছেন বলছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গরমের কারণে এ ১০ হাজার পিস চামড়া নষ্ট হয়েছে বলেও মন্তব্য এই মন্ত্রীর।



শিল্পমন্ত্রী বলেন, ‘একটি দেশ যখন সম্ভাবনার দিকে আগায়, তা ব্যাহত করতে একটা চক্র কাজ করে। বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা জানিয়েছেন, এক কোটি চামড়ার মধ্যে প্রতি বছর শূন্য দশমিক ৫ শতাংশ চামড়া নষ্ট হয়। এবার যেহেতু গরম পড়েছে, সেজন্যই ১০ হাজার পিস চামড়া নষ্ট হতে পারে।’



চামড়া শিল্পে কোনো সমস্যা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, চামড়ার বিষয়ে নীতিমালা হচ্ছে, আর আজকের বৈঠকে বিষয়টির সমাধান হয়েছে। এটা গতানুগতিক, এখানে তেমন কোনো সমস্যা নেই। আজকেই সব সমাধান হয়েছে। চামড়া তেমন ওয়েস্টেজ নেই। চামড়া কেনা ইতোমধ্যে শুরু হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top