ছয় হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে শেয়ার বাজার


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৬:০১

ছয় হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে শেয়ার বাজার

প্রভাত ফেরী ডেস্ক: আবারও দরপতনের খপ্পরে পড়েছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহের পাঁচ কর্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি মূল্য সূচকের বড় পতন হয়েছে। এসই সঙ্গে ৬ হাজার কোটি টাকার উপরে বাজার মূলধন হারিয়েছে ডিএসই।



সূচকের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন কমেছে ১২ শতাংশের উপরে। আর বাজারটির প্রধান মূল্য সূচক কমেছে প্রায় দুই শতাংশ। বাজার মূলধনও প্রায় দুই শতাংশ কমেছে।



বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১০৪টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ২৩৩টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ১৮টির।



বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমার ফলে ডিএসইর সব সূচকও কমেছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮২ দশমিক ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৬২ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৪১ দশমিক শূন্য ৭ পয়েন্ট বা ২ দশমিক ৬৯ শতাংশ।



আর গত সপ্তাহে ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ১৬ দশমিক ৩৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ২৩ দশমিক ৪০ পয়েন্ট বা ১ দশমিক ৯৪ শতাংশ।



সপ্তাহজুড়ে মূল্য সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৪৮ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫৪ কোটি ৪ লাখ টাকা বা ১২ দশমিক শূন্য ৪ শতাংশ।



আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৭৩ কোটি ৩১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ২৭০ কোটি ২২ লাখ টাকা।



গত সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ১০৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৫ দশমিক ৫২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার লেনদেন হয়েছে ৯১ কোটি ৭১ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ৪ দশমিক ৬৫ শতাংশ। ৬৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলার্স।



লেনদেনে এরপর রয়েছে- ফরচুন সুজ, সিলকো ফার্মাসিউটিক্যাল, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিসিন ডিভাইস লিমিটেড, ওয়াটা কেমিকেল, বিকন ফার্মাসিউটিক্যাল এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top