শেয়ারবাজারকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনা হবে: অর্থমন্ত্রী


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৫:৫৫

শেয়ারবাজারকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জনগণের আস্থার জায়গায় শেয়ারবাজার আবার ফিরিয়ে আনা হবে। নিশ্চিত করা হবে সুশাসন। আইনি কাঠামোর মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে আমরা পুঁজিবাজারে আবার আস্থা ফিরিয়ে আনবো।



আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী স্টেকহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, শেয়ারবাজারের উন্নয়নে আপনারা যে পরামর্শ দেবেন সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আমরা আপনাদের সঙ্গে আরও একবার আলোচনায় বসব।



অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যতটা গতিশীল আমাদের শেয়ারবাজারকে সেইরকম গতিশীল করতে চাই। এখানে বর্তমানে যে বিশ্বাস-অবিশ্বাসের জন্ম হয়েছে, সেগুলোর একটি হলো ভালো কোম্পানি আইপিওর মাধ্যমে বাজারে আসছে না। সেগুলো বাজারে আনার চেষ্টা করব। পাশাপাশি আইপিওতে আসা কোম্পানিগুলো যথাযথ দামে আসে না, বেশি দামে আসে এগুলো আমরা দেখব।



মতবিনিময় সভায় ব্যাংকিং সেক্টরের বর্তমান অবস্থার উন্নতি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূরীকরণসহ পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য অর্থমন্ত্রীকে চার প্রস্তাব দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। প্রস্তাবগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।



মুস্তফা কামাল বলেন, আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি যে, আমরা এখন থেকে সুশাসন নিশ্চিত করব। আগে যেগুলো হয়ে গেছে সেগুলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেখাশোনা করবে। কিন্তু এখন থেকে আর কোনোভাবে অপবাদ দিতে পারবে না এই বলে যে, আমরা ন্যায়বিচার করি না অথবা আমরা কারও প্রতি দুর্বল। তিনি বলেন, যিনি অপরাধ করবেন তিনি যেই হন, যত শক্তিশালী হন, তাকে আমরা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসব । দেশের মানুষের শতভাগ আস্থা অর্জন করতে চাই।



মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘এখন পুঁজিবাজারে দেশি-বিদেশি ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে হবে। সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ের অভাব রয়েছে। এ কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে যেমন বিটিআরসি ও গ্রামীণফোনের দ্বন্দ্ব রয়েছে। এগুলো দ্রুত সমাধান করতে হবে।’ এ ছাড়াও ব্যাংকিং সেক্টরের বর্তমান অবস্থা থেকে উত্তরণে সঠিক পদক্ষেপ গ্রহণের প্রস্তাব জানিয়েছেন তিনি। কারণ পুঁজিবাজারে ব্যাংক খাত এখন নেতিবাচক প্রভাব ফেলছে।



পুঁজিবাজারের উন্নতির জন্য আরও বেশি ট্যাক্স সুবিধা দেওয়ার কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের বর্তমানে পুঁজিবাজারের যে অবস্থা, এভাবে তো চলতে দেওয়া যায় না। এটা নিশ্চয় উন্নতি করতে হবে। আমি এখানে বলেছি, বর্তমানে আমরা যে ট্যাক্স সুবিধা দিয়েছি, যথেষ্ট ভালো ট্যাক্স সুবিধা।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top