যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বের কারনে বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি কমছে


প্রকাশিত:
৪ অক্টোবর ২০১৯ ০০:৩৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৬:০৬

যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বের কারনে বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি কমছে

প্রভাত ফেরী ডেস্ক: যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বের কারনে বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি কমে দশমিক শতাংশ হবে। কারণ, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়ছে বৈশ্বিক আমদানি-রফতানিতে। তবে আগামী বছর তা কিছুটা বেড়ে দশমিক শতাংশ হবে। মঙ্গলবার বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাস প্রতিবেদনে এমনটি বলা হয়।



চীনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক মনোভাবের কারনে গত বছর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে।



আন্তর্জাতিক সংস্থা ডব্লিউটিওর এক প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যযুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নিম্নমুখী ঝুঁকি তৈরি করেছে। সামষ্টিক অর্থনৈতিক ধাক্কা অর্থবাজারের অস্থিরতা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। সংস্থাটির আগের পূর্বাভাসে বলা হয়েছিল, বছর বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি আসবে দশমিক শতাংশ এবং আগামী বছর দশমিক শূন্য শতাংশ।



ডব্লিউটিও মহাপরিচালক রবার্তো আজেভেদো এক বিবৃতিতে বলেন, দ্বন্দ্বের ফলে বিশ্ব বাণিজ্য প্রায় ৭০ শতাংশ কমে যাবে। যুদ্ধে কোনো বিজয়ী নেই। বরং সব অঞ্চলই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় দশমিক শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হারিয়ে ফেলবে। ফলে এটি আমরা কোনোভাবেই হতে দিতে পারি না।’ এ নিয়ে আমাদের এখন থেকে সতর্ক হতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।



সংস্থার মতে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের পৃথক হওয়াও বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করছে, বিশেষ করে চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে এর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়বে। যদিও এর বেশিরভাগই ইউরোপে সীমাবদ্ধ থাকবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top