পেঁয়াজের বড় চালান আসছে, দাম কমবে: বাণিজ্য মন্ত্রণালয়
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০১৯ ০০:৪০
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৬:০১

প্রভাত ফেরী ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয় নানা উদ্যোগ নিলেও পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছে না। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম একটানা বাড়ছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দু-একদিনের মধ্যে পেঁয়াজের বড় চালান আসছে, দাম কমবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে দেশের বেশ কয়েকটি বড় আমদানিকারক প্রতিষ্ঠান মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছে। দুই-একদিনের মধ্যে এই দুই দেশ থেকে পেঁয়াজের বড় চালান দেশে পৌঁছবে। এছাড়া, নভেম্বরে উঠবে দেশের নতুন পেঁয়াজ। এসব পেঁয়াজ এসে পৌঁছলেই মূল্য কমে আসবে। সোমবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ভারত পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বাড়ানো ও গত ২৯ সেপ্টেম্বর থেকে রপ্তানি বন্ধ ঘোষণা করার পর বিকল্প দেশ থেকে আমদানি বাড়ানোর জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়েছে। এ জন্য কমানো হয়েছে ব্যাংক ঋণের সুদহার ও এলসি মার্জিন। মিয়ানমারের সঙ্গে বর্ডার ট্রেডের মাধ্যমে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হয়েছে। দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে স্থল ও সমুদ্রবন্দরগুলোতে থাকা আমদানি করা পেঁয়াজ। পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে অনেকবার সভা করা হয়েছে, যেখানে আমদানি বাড়ানো এবং নৈতিকতার সঙ্গে ব্যবসা করার অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও সচিব।
এ ছাড়া স্থল ও নৌবন্দরগুলোতে আমদানি করা পেঁয়াজ দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে খালাসের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। সে মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে আমদানি করা পেঁয়াজ খালাস করা হচ্ছে। এ ছাড়া মিয়ানমার থেকে বর্ডার ট্রেডের মাধ্যমে টেকনাফ বন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজ এবং দেশের বিভিন্ন জেলার পাইকারি হাটগুলোতে বিক্রীত পেঁয়াজ দ্রুত সারা দেশে নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে।
আরও জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে অনেকবার সভা করেছে, নিয়মিতভাবে আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি বৃদ্ধি এবং নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার অনুরোধ করা হয়েছে। এরপরও কোনো ব্যবসায়ী অবৈধ পেঁয়াজ মজুত, কৃত্রিম উপায়ে মূল্যবৃদ্ধির চেষ্টা, স্বাভাবিক সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়া হয়। প্রতিদিনই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: