নির্মাতাদের স্বপ্ন পূরণে 'ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব'


প্রকাশিত:
২ আগস্ট ২০১৯ ২৩:৩৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৩৫

নির্মাতাদের স্বপ্ন পূরণে 'ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব'

পর্যাপ্ত সুযোগের অভাবে অনেকেরই চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়। এ স্বপ্ন বাস্তবায়নে সারথি হয়ে কাজ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব’।



এ উৎসবের মাধ্যমে নির্মাতারা মুঠোফোনে ধারণকৃত নিজের তৈরি চলচ্চিত্রকে বিশ্বের সামনে উপস্থাপন করার সুযোগ পাচ্ছে। ইতোমধ্যে এ উৎসবের ষষ্ঠ আসরের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। মুঠোফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় জমা পড়েছে শতাধিক চলচ্চিত্র। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অংশগ্রহণে আগ্রহীরা নিজেদের বানানো চলচ্চিত্র জমা দিতে পারবেন।



এ প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগে চলচ্চিত্র জমা দেওয়া যাবে। স্ক্রিনিং বিভাগের জন্য আগ্রহীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্র জমা দিতে পারবেন। শুধু বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা কম্পিটিশন বিভাগের জন্য চলচ্চিত্র জমা দিতে পারবেন। এ বিভাগ থেকে সেরা চলচ্চিত্রটি পাবে 'সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড'। ওয়ান মিনিট বিভাগে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এ বিভাগের সেরা চলচ্চিত্রটি পাবে 'ইউল্যাব ইয়াং ফিল মেকার অ্যাওয়ার্ড'।অ্যাওয়ার্ডপ্রাপ্ত বিজয়ীরা পাবেন ক্যাশ প্রাইজ, ক্রেস্ট এবং সার্টিফিকেট।



স্ক্রিনিং এবং কম্পিটিশন বিভাগের জন্য চলচ্চিত্রের দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ ১০ মিনিট এবং ওয়ান মিনিট বিভাগের জন্য টাইটেল ও ক্রেডিট লাইন মিলিয়ে সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ মিনিট। একজন প্রতিযোগী দুইটির বেশি চলচ্চিত্র জমা দিতে পারবেন না। চলচ্চিত্রের সাথে সাবটাইটেল যুক্ত থাকা আবশ্যক।



নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ—এই স্লোগানকে সঙ্গী করে ২০১৫ সালে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। এ উৎসবের পঞ্চম আসরে মোট ৩৪টি দেশ থেকে চলচ্চিত্র জমা নেওয়া হয়েছিল।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top