৫০ লাখ মানুষের মৃত্যু হতে পারত, দিল্লির গবেষণাগারে বিষাক্ত রাসায়নিক


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১০

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১০:৩৭

৫০ লাখ মানুষের মৃত্যু হতে পারত, দিল্লির গবেষণাগারে বিষাক্ত রাসায়নিক

রাসায়নিক যুদ্ধে ব্যবহাহৃত হয় এমন রাসায়নিক পদার্থের খোঁজ পেল ভারতীয় পুলিশ। উদ্ধার করা হল নয় কেজি ফেন্টানাইল। এই রাসায়নিক নাকি একসঙ্গে ৪০ থেকে ৫০ লাখ মানুষকে মেরে ফেলতে পারে। খাস দিল্লির এক ল্যাবরেটরিতে বসে এই গ্যাস তৈরি করছিলেন এক গবেষক। কী কারণে এই রাসায়নিক উৎপাদন করা হচ্ছিল তা স্পষ্ট নয়।



ডিরেক্ট-রেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের অভিযানে ইন্দোর থেকে উদ্ধার করা হয়েছে ৯ কেজি এই রাসায়নিক। ভয়ঙ্কর ক্ষমতাধর এই রাসায়নিকের নাম ওপিয়েড ফেন্টানাইল। শহরের এক বেআইনি গবেষণাগার থেকে উদ্ধার হল এই বিপুল পরিমাণ প্রাণঘাতী রাসায়নিক।



সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই গবেষণাগারটি চালাতেন এক ব্যবয়ায়ী ও এক পিএইচডি স্কলার। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক মেক্সিকান নাগরিককেও। এর আগে ভারতে একসঙ্গে এত পরিমাণ ফেন্টানাইল বাজেয়াপ্ত হয়নি। বাজারে ওই ফেন্টানাইলের দাম ১১০ কোটি টাকা।



ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, হেরোইনের থেকে ৫০ গুণ ও মরফিনের থেকে ১০০ গুণ বেশি ক্ষমতাধর এই ফেন্টানাইল। একজন মানুষের মৃত্যুর জন্য মাত্র ২ মিলিগ্রাম ফেন্টানাইল-ই যথেষ্ট। কোনও প্রশিক্ষিত বিশেষজ্ঞ ও উন্নত মানের ল্যাবরেটরি ছাড়া ফেন্টানাইল তৈরি করা যায় না। হেরোইন-কোকেনের সঙ্গে অনেক সময় মেশানো হয় এই রাসায়নিক। নাসাল স্প্রে-তেও ব্যবহার করা হয়। এই ফেন্টানাইলের প্রভাবে ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় একটি প্রাণ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top